Alto K10 গাড়ির সিএনজি ভার্সন লঞ্চ করল মারুতি, এক ঝটকায় মাইলেজ ৩৪ কিমি, দাম কত?

।। প্রথম কলকাতা ।।

Maruti Alto K10 CNG: যুগ যুগ ধরে সাধ্যের মধ্যে চারচাকার স্বাদ পূরণ করিয়ে আসছে Maruti Suzuki -এর Alto গাড়ি। সময়ের সাথে পাল্লা দিতে সম্প্রতি এই গাড়ির Alto K10 এর নতুন আপডেটও লঞ্চ করেছে সংস্থা। এবার সিএনজি (CNG) ভার্সনেও বাজারে ছেয়ে গেল Alto K10। শনিবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয়েছে Alto K10 সিএনজি ভার্সন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কিছুদিন আগেই Maruti তাদের আরেক জনপ্রিয় মডেল Baleno গাড়িরও সিএনজি মডেল বাজারে এনেছে।

এই Alto K10 গাড়ির সিএনজি ভার্সন উপলব্ধ কেবল VXI ট্রিমে। যার দাম রাখা হয়েছে ৫.৯৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Maruti Alto K10 CNG গাড়ির ইঞ্জিন ও মাইলেজ

এই হ্যাচব্যাক গাড়িটিতে রয়েছে পরবর্তী প্রজন্মের K সিরিজ ১ লিটার ডুয়াল জেট, ডুয়াল VVT (পেট্রোল+CNG) ইঞ্জিন দ্বারা চালিত মোটর। যা সংস্থার দাবি অনুযায়ী, প্রতি কেজিতে ৩৩.৮৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এই ইঞ্জিনটি পেট্রোল মোডে ৫৫০০ আরপিএম এ ৪৮ কিলোওয়াট এবং সিএনজি মোডে ৫৩০০ আরপিএমে ৪১.৭ কিলোমিটার সর্বোচ্চ শক্তি প্রদান করতে পারে।

এছাড়াও মজুত রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং সাসপেনশনের জন্য এর সামনে কয়েল স্প্রিং সহ ম্যাক ফেরসন স্ট্রুট এবং পিছনে কয়েল স্প্রিং সহ টর্শন বিম। গাড়ির সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক উপস্থিত রয়েছে।

আরও পড়ুন : ভারতে লঞ্চ হল নতুন SUV Jeep Grand Cherokee, টার্বোচার্জড ইঞ্জিনের সাথে ফাটাফাটি স্পেকস

Maruti Alto K10 CNG গাড়ির ফিচার্স

ইন্টিরিয়র ও এক্সটিরিয়র ডিজাইন নর্মাল ভ্যারিয়েন্ট গাড়ির মতোই দেখতে। ফিচার্স রয়েছে অ্যাপল কার প্লে এবং গুগলের অ্যান্ড্রয়েড অটো সহ টু-স্পীকার সিস্টেম এবং একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।

নিরাপত্তার জন্য সেন্ট্রাল ডোর লকিং, ইমপ্যাক্ট সেন্সিং ডোর আনলক, হাই স্পিড অ্যালার্ট, ফ্রন্ট সিট বেল্ট প্রি-টেনশন, ফোর্স লিমিটার, ডুয়াল সিট বেল্ট, রিয়ার সিট বেল্ট, রিভার্স পার্কিং সেন্সর, EBD সহ ABS, একটি ইঞ্জিন ইমোবিলাইজার, কলাপসিবল স্টিয়ারিং কলাম এবং রিয়ার ডোর চাইল্ড লকের মতো সুবিধা।

Exit mobile version