ভারতে লঞ্চ হল নতুন SUV Jeep Grand Cherokee, টার্বোচার্জড ইঞ্জিনের সাথে ফাটাফাটি স্পেকস

।। প্রথম কলকাতা ।।

SUV গাড়ির বাজারে নয়া ধামাকা! বিখ্যাত সংস্থা Jeep লঞ্চ করল তাদের নতুন Grand Cherokee এডিশন। এটি এই এডিশনের সবচেয়ে প্রিমিয়াম গাড়ি বলে জানা গিয়েছে। সম্পূর্ণ নতুন আর্কিটেকচারে নির্মিত গাড়িটিতে রয়েছে চার সিলিন্ডার
২ লিটার টার্বোচার্জড ইঞ্জিনের সাথে ৮ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন যা ২৬৮ ব্রেক হর্সপাওয়ার পর্যন্ত জেনারেট করতে পারে।

ভারতে Jeep এর যে জনপ্রিয়তা রয়েছে তাকে ধরে রেখেই Grand Cherokee এর এই নতুন এডিশনটি সামনে এনেছে সংস্থা। গাড়িটির বিশেষ আকর্ষণ সিগনেচার কোয়াড্রা ট্র্যাক 4×4 সিস্টেম যার সাথে পাঁচটি টি ড্রাইভিং মোড অন্তর্ভুক্ত। যেগুলি হল – স্পোর্ট, অটো, স্নো, স্যান্ড এবং মাড।

বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে একটি প্যানোরামিক সানরুফ, একটি ১০.১ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ডেডিকেটেড ১০.২৫ -ইঞ্চি কো-ড্রাইভার টাচস্ক্রিন, একটি হেড-আপ ডিসপ্লে, পাওয়ার্ড ও ভেন্টিলেটেডসিট, ফোর-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং অটো ডিমিং মিরর। সুরক্ষার জন্য গাড়ির প্রত্যেক যাত্রীর জন্য মানসম্মত তিন-পয়েন্ট সিটবেল্টেরও ব্যবস্থা রেখছে সংস্থা।

এ ছাড়াও অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিসট্যান্স সিস্টেম (ADAS), আটটি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ড্রাইভার স্লিপ ডিটেকশন সনাক্তকরণ সহ ১১০ টিরও বেশি উন্নত সুরক্ষা এবং নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত রয়েছে এই গাড়িতে।

ভারতে এই গাড়ির দাম শুরু হয়েছে ৭৭.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। নতুন Grand Cherokee মডেলটির বুকিং শুরু হয়েছে ৭ নভেম্বর থেকে। এই বুকিং মূল্য রাখা হয়েছে ৫০,০০০ টাকা। ভারতে এই গাড়ির উৎপাদন মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের রঞ্জনগাঁও-এ করা হবে বলে জানিয়েছে সংস্থা।

Exit mobile version