Relationship: দাম্পত্য জীবন বিষিয়ে উঠেছে? রজনীগন্ধার গুণে ফল পাবেন হাতেনাতে

।। প্রথম কলকাতা ।।

Relationship: বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালে সবথেকে বেশি বিয়ের লগ্ন দেখা যায়। এই সময়কে ভরপুর বিয়ের সিজন বলা যায়। দাম্পত্য জীবনের শুরুটাই হয় রজনীগন্ধার মালা দিয়ে। কারণ বিয়েতেও মালা বদলে ব্যবহার করা হয় রজনীগন্ধা ফুল। এখানেই শেষ নয়, বাস্তুশাস্ত্র বলছে রজনীগন্ধা দিয়ে যেমন নতুন জীবনের সূত্রপাত হয় ঠিক তেমনই দাম্পত্য জীবনের তিক্ততা বাড়লে সেখানেও ম্যাজিকের মত কাজ করে রজনীগন্ধা। প্রেমের পরিভাষাতেও বারবার রজনীগন্ধা ফুলের উল্লেখ কিন্তু উঠেই আসে।

রজনীগন্ধার সুগন্ধ এমনিতেই মনকে বিচলিত করে তোলে। স্বামী-স্ত্রীর সম্পর্ককে মধুর করে তুলতে কতটা কার্যকরী রজনীগন্ধা ? কী বলছে বাস্তুশাস্ত্র? জেনে নিন এই প্রতিবেদন থেকে।

* রজনীগন্ধা এমন একটি ফুল যা, দাম্পত্য সুখ নিয়ন্ত্রণ করতে পারে। ঘরে যদি থাকে রজনীগন্ধা তবে সম্পর্কে গভীরতা আসবে।

* বাস্তুবিদদের মতে, বাড়ির উত্তর বা পূর্ব দিকে রজনীগন্ধার গাছ লাগানো উচিত। এতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্ষিত হয় সেই পরিবারের সদস্যদের উপরে।

* রজনীগন্ধার সুগন্ধ অত্যন্ত মোহময়ী । তাই মানুষের মনের ওপরেও দারুণ প্রভাব ফেলে এই ফুল। অবশ্যই সেই প্রভাব হয় ভালো । আরও দৃঢ় হয় স্বামী স্ত্রীর সম্পর্ক।

* রজনীগন্ধার এই সুন্দর গন্ধ আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করতে পারে। তাতে পরিবারে বজায় থাকবে সুখ শান্তি । বাড়বে সম্পদ সমৃদ্ধি, এমনটাই বলছে বাস্তুশাস্ত্র।

* বাস্তুবিদদের মতে, নব দম্পতি থেকে শুরু করে সকল দম্পতিকেই বেডরুমে ফুলদানিতে একগুচ্ছ রজনীগন্ধা রাখা উচিত। এর সুগন্ধ দাম্পত্য জীবনে মিষ্টতা বাড়ায়।

* দেবতাকে পুজো করার ক্ষেত্রেও কিন্তু রজনীগন্ধা ফুলের মালা ভীষণভাবে ব্যবহার করা হয়। প্রতিদিন টাটকা রজনীগন্ধা ফুলের মালা গৃহ দেবতার মূর্তি কিংবা ছবিতে পরিয়ে দিন । আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এমনটাই জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা।

বলে রাখা ভালো, যেকোনো তাজা সুগন্ধি রঙবেরঙের ফুল পজিটিভ এনার্জি ছড়াতে পারে । এ কথা শুধুমাত্র বাস্তুশাস্ত্রে উল্লেখিত নয় বিজ্ঞানও এই কথা স্বীকার করেছে। ফুল এমন একটি জিনিস যা খুব সহজে মানুষের মনে প্রভাব সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কেউ অসুস্থ থাকেন তখন তাঁর সঙ্গে দেখা করতে আসা মানুষ ফুল এবং ফল নিয়ে আসেন। চিকিৎসকেরাও বলেন, রোগীর ঘরে একটি ফুলদানিতে সুন্দর টাটকা রঙবেরঙের ফুল থাকলে সেও মানসিকভাবে সুস্থ অনুভব করতে শুরু করবে। সেই জায়গায় যদি শুকিয়ে যাওয়া কোন ফুল থাকে তা দেখে নেগেটিভিটি বাড়বে ওই রোগীর। কাজেই ফুল যে মানুষের মন ভালো করতে পারে একথা প্রমাণিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version