বিয়ের টোটকা মোদীর মুখে! বিবাহেই চাঙ্গা হবে ভারতের ইকোনমি, কীভাবে ?

।। প্রথম কলকাতা ।।

নরেন্দ্র মোদী দিচ্ছেন বিয়ের টিপস! ভারতের অর্থনীতি এই টিপসেই মালামাল হবে বিশ্বাস করুন। বিদেশে গিয়ে নয় দেশে বিয়ে করুন কেন বললেন মোদী? বিয়ের সঙ্গে ভারতের অর্থনীতির সম্পর্ক কী? ভারতীয়রা চাইলেই বিয়ে করে আরও চাঙ্গা করতে পারেন ভারতের অর্থনীতি। অনেকের এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর সেই বিয়ে বিদেশে নয় করতে হবে দেশেই। এর মানে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং নয়, দেশের মাটিতেই হোক বিগ ফ্যাট ওয়েডিং। এবার মন কী বাত-এ দেশবাসীকে এমন টিপসই দিয়েছেন নমো। আর এই টিপসে হালকা ভাবে নেবেন না কারণ এতে রয়েছে বড়সড় লেভেলের ফায়দার অঙ্ক, সেটা কেরকম জানুন। এই বিয়ের মরশুমে ভারতে প্রায় ৫ লক্ষ কোটি টাকা ব্যবসার সম্ভাবনা আছে। দেশের ৩০টি বড় শহরের হিসেব বলছে অন্তত ৩৮ লক্ষ বিয়ে হবে আগামী কয়দিনে। যার জন্য কম করে বাজেট চার লক্ষ ৭৪ হাজার কোটি রুপি। আর এটাই সোজা জুড়ে যাচ্ছে ভারতের অর্থনীতির সঙ্গে।

মোদি বলেন ইদানিং কিছু কিছু পরিবারে দেখছি বিদেশে গিয়ে বিয়ের প্রবণতা বাড়ছে। একটা নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে এটা কি খুব জরুরি? ভারতের মানুষের মধ্যে বিয়ে করলে সমস্যাটা কী? ভারতের মাটিতে বিয়ে করুন দেশের টাকা দেশে থাকবে তাতে ভারতবাসীই কিছু কিছু রোজগারের সুযোগ পাবে। এবার সেটা কীভাবে বিস্তারিত বলছি। অনেকেই মনে করেন বিরাট কোহলি ও অনুস্কার শর্মার ইতালিতে গিয়ে বিয়ে করার পরই যেন বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ক্রেজ আরও বেড়েছে। রণবীর-দীপিকাও ইতালির লেক কোমোতে বিয়ে করেছেন। আর সেই জাঁকজমক অনুষ্ঠানে ভারতের টাকা চলে যাচ্ছে বিদেশে। তাতেই আপত্তি প্রধানমন্ত্রীর। মোদি সোজা বলে দিচ্ছেন অন্য সব ক্ষেত্রে আমরা যেমন লোকাল পণ্য ব্যবহার করার কথা বলি বিয়ের ক্ষেত্রে কেন নয়?

বরাবরই নমো লোকাল পণ্যের জন্য ভোকাল ভারতে তৈরি পণ্যের বাজার যাতে নষ্ট না হয় সেজন্যই তিনি দেশের মাটিতে বিয়ে করার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন। ব্যবসায়ীদের একটি সর্বভারতীয় সংগঠন বলছে কয়েকদিনে শুধু দিল্লিতেই চার লক্ষ বিয়ে অনুষ্ঠিত হবে। যাতে মোট সওয়া এক লাখ কোটি রুপি ব্যয় হবে। তারা দিল্লি, মুম্বাই, কলকাতা সহ ভারতের ৩০টি শহরের ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। বিয়ের কেনাকাটার মধ্যে শাড়ি, লেহেঙ্গা ইত্যাদির জন্য মোট ব্যয়ের ১০% খরচ করেন ভারতীয়রা।

আর গয়নাগাঁটিতে ১৫%, বৈদ্যুতিন সরঞ্জামের পিছনে পাঁচ শতাংশ ব্যয় হয়। এর বাইরে ডেকোরেশনের জন্য ১৫%, ছবি আর ভিডিও তোলার জন্য ১০% খরচ হয়। সাত শতাংশ অ্যালকোহলে যায়। পাঁচ শতাংশ বিনোদন, তিন শতাংশ কনে আর আত্মীয়দের মেকআপ। আর ১০ % অন্যান্য বিভিন্ন পরিষেবার পেছনে খরচ করা হয়। যার মধ্যে আমাদের মতো ওয়েডিং প্ল্যানারদের ফি-ও থাকে। এজন্যই তো ভারতের বিয়েকে বলে বিগ ফ্যাট ওয়েডিং। আর এর সবটা যদি দেশের মাটিতেই হয় তাহলে দেশেরই তো লাভ আরো ফুলেফেঁপে উঠছে দেশের অর্থনীতিই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version