Mamata-Abhishek Meghalaya Visit : আজ মেঘালয় যাচ্ছেন মমতা, সফর সঙ্গী হবেন অভিষেক

।। প্রথম কলকাতা ।।

Mamata-Abhishek Meghalaya Visit : বড়দিনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফর । আর এই সফরে তাঁর সঙ্গ দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থাৎ ১৩ ডিসেম্বর রাজনৈতিক সভা রয়েছে মেঘালয়ে । আর সেই সভায় একইসঙ্গে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যেহেতু বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন তাই উত্তর-পূর্বের এই রাজ্যে সংগঠনকে মজবুত করতে একসাথে মেঘালয় পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার দুপুরেই শিলং এর উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। মেঘালয়ের রাজধানী শিলংয়ে এই সভার আয়োজন করা হয়েছে। সেখানকার সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূল কংগ্রেসের এই সভা হবে বলে জানা গিয়েছে। এই রাজনৈতিক সফরকে ঘিরে একাধিক কর্মসূচি রয়েছে। আজ তক বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার মেঘালয়ে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ মৃত গ্রামবাসীর পরিবারের সঙ্গে দেখা করতে পারেন। উল্লেখ্য, সম্প্রতি মেঘালয়ের ৫ বাসিন্দা অসম পুলিশের গুলিতে প্রাণ হারান। তাদের সঙ্গেই দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।

এরপর আগামীকাল সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত সভায় উপস্থিত থাকবেন তিনি। ওই দিনের সভায় উপস্থিত থাকবেন মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রপে এবং বিধানসভার দলনেতা মুকুল সাংমা। এছাড়াও উপস্থিত থাকবেন মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত দলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবেশ মন্ত্রী মানুষ ভূঁইয়া। প্রসঙ্গত, গতবছর নভেম্বরের দিকে কংগ্রেসের ১১ জন বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন । তাই বর্তমানে মেঘালয়ের প্রধান বিরোধী দল হিসেবে নাম উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের। এরই মাঝে মমতা-অভিষেকের মেঘালয় সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version