Modi-Mamata Meeting: ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিল্লি যাচ্ছেন মমতা, মূল উদ্দেশ্য কী ?

।। প্রথম কলকাতা।।

Modi-Mamata Meeting: ফের দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ ডিসেম্বর দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ডেকেছেন । বৈঠকের মূল উদ্দেশ্য, G-20 সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা। তাই স্বাভাবিক ভাবেই ডাক পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে আজ বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৫ ই ডিসেম্বর দিল্লি যাব প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। তবে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়। বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারপার্সনদের সেইদিনের বৈঠক ডাকা হয়েছে। স্বাভাবিক ভাবেই সেখানে দলের চেয়ারপার্সন হিসেবে আমিও যাব।” ২০২৩ সালের সেপ্টেম্বরে জি২০-র আয়োজক দেশ ভারত। ওই আয়োজন নিয়ে প্রস্তুতি নিতেই এই বৈঠক। তবে এই বৈঠকের পর তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা করে বৈঠক হবে কি না, তা নিয়ে এখনো সেইভাবে কিছু জানা যায়নি।

বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে অনুসারে জানা গিয়েছিল, ভারত তার সভাপতিত্বে G20 শীর্ষ সম্মেলন সহ ২০০ টিরও বেশি বৈঠকের আয়োজন করবে। প্রসঙ্গত, জি ২০ শীর্ষ বৈঠক সদ্য ইন্দোনেশিয়ার বালিতে শেষ হয়েছে। ভারত আগামী ১ ডিসেম্বর থেকে জি ২০ দেশসমূহের মিলিত গোষ্ঠীর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবে। ভারত এক বছর এই দায়িত্ব পালন করবে। জি২০ বৈঠক ২০২৩ সালের সেপ্টেম্বরে এ দেশে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই প্রস্তুতিতে ডেকেছেন মুখ্যমন্ত্রীদের।

কী এই G-20 ?

G-20 বা গ্রুপ অফ টুয়েন্টি বিশ্বের প্রধান উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির একটি আন্তঃসরকারী ফোরাম। এর মধ্যে সদস্য হিসাবে রয়েছে ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, আর্জেন্টিনা, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, যুক্তরাজ্য । ভারত বর্তমানে G-20 ট্রোইকা এর একটি অংশ, যার মধ্যে ইন্দোনেশিয়া, ইতালি এবং ভারত রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version