Mamata Banerjee: উত্তরের মকাইবাড়িতে নিজস্ব ছন্দে মুখ্যমন্ত্রী, পাহাড়ি শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মমতা

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: সাত দিনের কর্মসূচিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে চা বাগানে এলেন মমতা৷ অন্যান্য চা শ্রমিকদের পাশাপাশি পিঠে চা তোলার বাস্কেট নিয়ে চা পাতা তোলেন তিনি৷ পাহাড়ি শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাতেও দেখা যায় মমতাকে৷ শুধু তাই নয় সকলের সাথে সকালে চা খেতে খেতে জমিয়ে আড্ডা মারতেও দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে পাহাড়ের সম্পর্ক দীর্ঘদিনের। পাহাড়ে একেবারে অন্য রূপে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যয়কে। সেই ছবি পুনরায় আরও একবার দেখা গেল। চা খেতে খেতে শ্রমিকদের কাছ থেকে জানতে চান, জমির পাট্টা পেয়েছেন কিনা জিজ্ঞাসা করেন এবং মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, আমাদের পাহাড় ভালো থাকুক, চা বাগান ভাল থাকুক। আপনারা জানেন আমাদের বাড়ির বিয়ে হচ্ছে পাহাড়ের মেয়ের সঙ্গে৷

আসলে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজকর্ম, বৈঠক, ত্রাণ বিলি এসবের পাশাপাশিও একটা ব্যক্তিগত-পারিবারিক কাজও রয়েছে মুখ্যমন্ত্রীর। পরিবারের এক সদস্যের বিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। কার্শিয়াংয়ে বসেছে বিয়ের আসর। তবে এর আগেও গত মার্চ মাসে যখন মুখ্যমন্ত্রী পাহাড় সফরে গিয়েছিলেন। তখন বলেছিলেন পাহাড়ের মেয়েকে বৌমা করে নিয়ে যাবেন। আর মুখ্যমন্ত্রীর কথায় সত্যি হল। পাহাড়ের কন্য়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আবেশ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তিনি কার্শিয়াংয়ে বিয়ের বাড়ীর অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রসঙ্গত, আগামী শুক্রবার মিরিখে ত্রাণ বিলি করবেন মমতা। তারপরের দিন, হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাবেন। ১০ তারিখ আলিপুরদুয়ারে বৈঠক সেরে, বানারহাটে পৌঁছবেন ১১ তারিখ। সেখানে বৈঠকের পর ১১ তারিখ রাতেই উত্তরকন্যা ফিরবেন। মুখ্যমন্ত্রীর ১২ তারিখ শিলিগুড়িতে অনুষ্ঠান রয়েছে। ১২ তারিখই ফিরবেন কলকাতায়।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version