Maldives Hydrography Survey India: চীনের ত্রাসে মালদ্বীপ, শত্রুতা করছে ভারতের সাথে! ভাঙল বড় চুক্তি

।। প্রথম কলকাতা ।।

Maldives Hydrography Survey India: এর আগেই বলেছিল ভারতের সেনা প্রত্যাহার করে নিতে। এবার মালদ্বীপ নিল আরো একটা বড় সিদ্ধান্ত। তাতে বোঝাই যাচ্ছে দেশটাকে ধীরে ধীরে গ্রাস করছে চীনের ত্রাস। মালদ্বীপের প্রেসিডেন্ট বদল হতেই বদলে যাচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ। দেশটা আরো ঘনিষ্ঠ হচ্ছে ড্রাগনের দেশের সঙ্গে। ভারতের সঙ্গে হাইড্রোগ্রাফিক সমীক্ষা চুক্তি বাতিল করেছে মালদ্বীপ। জলবিদ্যার ক্ষেত্রে সহযোগিতা ও গবেষণার জন্য দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সম্প্রতি মালদ্বীপের মোহাম্মদ মইজ্জুর সরকার, ক্রমাগত ভারত বিরোধী অবস্থান দেখাচ্ছে।

সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি মইজ্জু ভারতকে মালদ্বীপে উপস্থিত সেনা প্রত্যাহারের জন্য বলেছিলেন। এর পরে, এখন তিনি ভারত সরকারের সাথে ইতিমধ্যে চলমান হাইড্রোগ্রাফিক সমীক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছেন। মইজ্জুকে চীনের ঘনিষ্ঠ মনে করা হয় এবং তিনি ক্রমাগত ভারত-বিরোধী অবস্থান প্রকাশ করে আসছেন। মনে করা হচ্ছে, এ সিদ্ধান্তের পেছনে চীনের মস্তিষ্ক রয়েছে। ২০১৯ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালেহের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির অধীনে, ভারতকে মালদ্বীপের আঞ্চলিক জলের হাইড্রোগ্রাফিক সমীক্ষা চালানোর পাশাপাশি প্রাচীর, উপহ্রদ, উপকূলরেখা, জোয়ারের স্তরগুলি অধ্যয়ন এবং চার্ট করার অনুমতি দেওয়া হয়েছিল। এই চুক্তি ছিল পাঁচ বছরের জন্য। এমতাবস্থায়, এটি চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা এবং এটি আবার নবায়ন করতে হবে। কিন্তু মইজ্জু এই দ্বিপাক্ষিক চুক্তিকে এগিয়ে না নিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তি শেষ হবে জুনে।

এ বিষয়ে তথ্য দিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ ফিরোজুল আবদুল খলিল বলেন, আমাদের সরকার ভারতের সঙ্গে হাইড্রোগ্রাফি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে যেটির মেয়াদ ২০২৪ এর ৭ই জুন শেষ হতে চলেছে। এই চুক্তির শর্ত অনুযায়ী, কোনো পক্ষ এর থেকে বেরিয়ে আসতে চাইলে ছয় মাস আগে অন্য পক্ষকে জানাতে হবে। যদি কোনো পক্ষই এর থেকে বেরিয়ে আসার তথ্য না দেয়, তাহলে শর্ত অনুযায়ী দুই দেশের মধ্যে এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্য বাড়ানো হবে। ফিরোজুল বলেন, মালদ্বীপ চুক্তিতে এগোতে চায় না। এমন পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশনকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। এখন এই চুক্তি শেষ হবে আগামী বছরের জুনে।

সাম্প্রতিক সময়ে ভারত সম্পর্কে রাষ্ট্রপতি মোইজ্জুর এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই মাসের শুরুর দিকে, মইজ্জু বলেছিলেন যে ভারত সরকার মালদ্বীপ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে সম্মত হয়েছে। যা নির্বাচনী প্রচারণার পর থেকেই তার জন্য একটি ইস্যু ছিল। দুবাইয়ে সিওপি সম্মেলনের ফাঁকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। যেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন মইজ্জু।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version