Coffee for Grey Hair: বাড়িতে বসেই চুল করে তুলুন ঘন-কালো আর মসৃন! কফি পাওডারেই করবে কামাল!

।। প্রথম কলকাতা ।।

Coffee for Grey Hair: আর নয় পার্লারের খরচ। বাড়িতে বসেই চুল করে তুলুন ঘন-কালো আর মসৃন! কফি পাওডারেই করবে কামাল। এমন ৩ টি প্যাক এর কথা বলবো যা ব্যবহার করলে ফল পাবেন নিমেষে। সারা বছর ধরে চুল ঝরলেও বর্ষায় এই সমস্যা যেন আরও বেড়ে যায়। বর্ষার মরসুমে কখনও ঘামে, কখনও আবার বৃষ্টিতে ভিজে চুলের বারোটা বাজে।আবহাওয়ার এই খামখেয়ালিপনায় চুল আঁচরালেই একগুচ্ছ চুল হাতের মুঠোয় চলে আসছে? নামী-দামি সংস্থার হেয়ার প্যাক ব্যবহার করেও লাভের লাভ কিছুই হচ্ছে না? মুশকিল আসান করতে পারে কফি। কফি পাউডার চুলের গোড়াকে মজবুত করে। সুন্দর, উজ্জ্বল ও মসৃণ চুলের জন্য কফি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কফি দিয়ে তৈরি বেশ কিছু ঘরে বানানো হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুল দ্রুত বাড়ে সেই সঙ্গে রুক্ষভাব কেটে গিয়ে নানান সমস্যাও দূর হয়। আবহাওয়া দূষণে চুল ক্ষতিগ্রস্ত হলে কফি দিয়েই সেই সমস্যা মেটানো যাবে এবার।

বাড়িতে কী ভাবে তৈরি করবেন কফি হেয়ার প্যাক ?

বাজার চলতি কোন ব্র্যান্ডেড কোম্পানির হেনা পাউডার কিনতে হবে। হেনা পাউডারকে আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখবেন। পরের দিন হেনা পাউডারের সঙ্গে খুব ভালো করে টক দই মিশিয়ে তার মধ্যে দিয়ে দিন। তিন থেকে চার টেবিল চামচ মধু এবং ৩-৪ চামচ কফি পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে অন্তত দু’ঘণ্টা রেখে তারপরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

দুই নম্বর, প্যাকটি বানাতে গেলে হেনা পাউডারের সঙ্গে মিশিয়ে নিন ডিম, কয়েক ফোঁটা নারকেল তেল, ৩-৪ চামচ কফি পাউডার। প্রত্যেকটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে পরিষ্কার চুলে লাগিয়ে, অন্তত দু’ঘণ্টা রেখে তারপরে ঠান্ডা জলে শ্যাম্পু করে ফেলুন।

তিন নম্বর, পদ্ধতিতে হেনা পাউডারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুর রস, কফি পাউডার আর টক দই। এই তিনটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন, তারপর ঘন্টা খানেক রেখে শ্যাম্পু করে ফেলুন।

তিনটি পদ্ধতির মধ্যে যেকোনো একটি পদ্ধতি সপ্তাহে দুদিন করে ব্যবহার করলেই দেখতে পাবেন রেজাল্ট। আর যারা হেনা ব্যবহার করতে চাইছেন না তারা দু রকম ভাবে কফিকে কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে, ২ টেবিল চামচ কফি ও ১ কাপ জল নিন। এবার ১ কাপ কফি তৈরি করে তা ঠান্ডা হতে দিন। মাথায় ভালো করে শ্যাম্পু করে মাথা মুছে ফেলুন এবং চুল থেকে অতিরিক্ত জল ঝরিয়ে ফেলুন। এরপর মাথার ত্বকে এবং চুলে ঠান্ডা কফি ঢালুন। পাঁচ মিনিট ম্যাসাজ করুন। তারপর ৩০ মিনিট চুল ঢেকে রাখুন। এরপর হালকা গরম জলের সাহায্যে ভালো করে চুল ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন। দ্রুত ফলাফলের জন্য সপ্তাহে ২-৩ বার এটি করতে পারেন।

সেকেন্ড পদ্ধতিটি হলো, একটি পাত্রে ২ টেবিল চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ নারিকেল তেল এবং ৩ টেবিল চামচ দই নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর হাতে পরিমাণ মতো এই মিশ্রণটি নিয়ে তা মাথার ত্বকে এবং চুলে ভালোভাবে লাগান। এরপর এক ঘণ্টা চুল ঢেকে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version