Winter Skin Care: উইন্টার ফেয়ারনেস ক্রিম বানিয়ে ফেলুন নিজেই, ম্যাজিক্যাল গুন জানলে চমকে যাবেন

।। প্রথম কলকাতা ।।

Winter Skin Care: এই শীতে উইন্টার ফেয়ারনেস ক্রিম দিন অথবা রাতের একসাথে পেতে পারেন। তাও আবার একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে। এই ক্রিমের ম্যাজিক্যাল গুন শুনলে চমকে যাবেন আপনিও। শীতে আপনার স্কিনকে ময়েশ্চারাইজড যেমন করবে তেমনই মুখে যত ধরণের দাগছোপ রয়েছে সব তুলে দিতে সক্ষম এই ম্যাজিক্যাল ক্রিমটি। স্কিনে থাকা সান ট্যান দূর করে উজ্জ্বল করবে আপনার ত্বক। ত্বকের খসখসে ভাব দূর করে ত্ত্বককে দারুন ময়েশ্চারাইজড করবে।

শুধু তাই নয় এই ক্রিম বয়সের দাগও তুলে দেবে। বলিরেখা দূর করে ত্বকে তরুন্য ভাব ধরে রাখতেও এই ক্রিমের বিকল্প খুঁজে পাওয়া ভার। সব থেকে অবাক করা বিষয় হলো এই ক্রিম ঠিক মতো ব্যবহার করলে ফল পাবেন মাত্র এক সপ্তাহের মধ্যে! রূপ চেঞ্জ করে দেবে আপনার! কীভাবে বানাবেন? আর কিভাবেই বা ব্যবহার করবেন?

এই ক্রিম বানাতে আপনার লাগবে সারা রাত ভিজিয়ে রাখা কাঠবাদাম এবং গোলাপ জলে ভিজিয়ে রাখা জাফরান, ভেজানো কাঠবাদাম এবং জাফরান প্রথমে ব্লেন্ড করে নিন। তারপর মিশ্রণটি ভালো করে ছেঁকে একটি পরিষ্কাকের পাত্রে ঢেলে নিন। এখন এতে অ্যাড করুণ ৩ চামচ এলোভেরা জেল, সামান্য একটু আমন্ড অয়েল এবং একটা ভিটামিন ই ক্যাপসুল। যদি আপনার ভিটামিন ই ক্যাপসুল কোনও সমস্যা থাকে বা অতিরিক্ত ওয়েলি স্কিন হয় তাহলে এটি স্কিপ করতে পারেন। ড্রাই স্কিন হলে ইউস করুণ। এখন সমস্ত উপকরণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ব্যাস একদম রেডি আপনার শীতের ক্রিম। এখন প্রশ্ন হলো কিভাবে এটিকে ব্যবহার করবেন? তার আগে বলি যে উপকরণ গুলি ব্যবহার করলেন তার গুনাগুন সম্পর্কে।

কাঠ বাদাম আপনার ত্বককে সফট করবে এবং এতে আন্টি এজিং এর গুন রয়েছে। জাফরানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে উজ্জ্বল করার সাথে সাথে সান ট্যান দূর করে এবং ব্রণ সহ বিভিন্ন দাগছোপ দূর করে। অ্যালোভেরার ও হাজার গুন। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজড রাখবে। ভিটামিন ই ক্যাপসুল ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি দাগছোপ দূর করতে সাহায্য করবে।

ক্রিমটি তৈরী করে আপনি সপ্তাহ খানেক ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এই ক্রিমটি আপনি মুখের পাশাপাশি হাতে পায়ে গলায় ব্যবহার করতে পারেন। অবশ্যই ব্যবহার করার আগে ভালো করে ত্বক পরিষ্কার করে নেবেন। তারপর ব্যবহার করবেন। একদম নরমাল ক্রিমের মতোই এটি ইউস করা যায়। আর যেহেতু একদম ঘরোয়া উপায়ে এটি তৈরী তাই সাইডএফেক্টরও কোনও ভয় নেই। গোটা শীতকাল আপনি নিজেই নিজের জন্য ক্রিম বানিয়ে ব্যবহার করতে পারেন। এই ক্রিম আপনার স্কিনকে ভিতর থেকে উজ্জ্বল রাখবে। গোটা শীত ত্বক নিয়ে আর ভাবতে হবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version