ভারতের অস্ত্রে জাদু, লোলুপ দৃষ্টি আর্জেন্টিনার! টার্গেটের আরও কাছে, গেম ভারতের হাতে?

।। প্রথম কলকাতা ।।

অস্ত্র এক্সপোর্টে একদম নিশানায় তীর মারছে ভারত। লোভ সামলাতে পারছে না আর্জেন্টিনা। শুধু তেজস ব্রাহ্মোস নয়, ভারতের অস্ত্র ম্যাজিক জানে। ব্রিটিশ পার্ট না থাকলে, এতদিনে গেম থাকতো ভারতের হাতে। “মেক ইন ইন্ডিয়া”র সাফল্য দেখে হাত কামড়াচ্ছে শত্রু দেশ! তাহলে কি টার্গেটের আরও কাছাকাছি ভারত? তেজস আর ব্রহ্মোস কিনতে আর্জেন্টিনার উৎসাহ বিশাল। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে ভারতের সম্পর্ক এই দুইয়ের মধ্যে আর সীমাবদ্ধ থাকছে না। আর্জেন্টিনার রাষ্ট্রদূত বুঝিয়ে দিয়েছেন ভারতের অস্ত্র মানেই ঘটবে মিরাকেল।

ভারতের কাছ থেকে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তৈরি বিভিন্ন ধরনের সামরিক যুদ্ধবিমান কিনতেও আগ্রহী আর্জেন্টিনা। আসলে আর্জেন্টিনার বারোটা হালকা যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে। আর এক্ষেত্রে হ্যালই তাদের প্রথম পছন্দ। ভারত-আর্জেন্টিনার মধ্যে যে সম্পর্ক ২০১৯ সালে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত হয়েছিল, তারপর থেকে দুপক্ষই প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব বাড়ানোর দিকে নজর দিয়েছে। আর এবার তেজস ও ব্রাহ্মস নিয়ে দু দেশের মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে তাতে ভারত আর্জেন্টিনার সম্পর্ক আরও বেশি জোরদার হতে চলেছে। তবে এর বাইরে ভারতের অন্যান্য অস্ত্রের দিকেও নজর রয়েছে আর্জেন্টিনার। অলরেডি, আর্জেন্টিনার বিমান বাহিনী তেজসের মূল্যায়নের জন্য পাইলট সমেত বিশেষজ্ঞদের একটা দল ভারতে পাঠিয়েছিল আর্জেন্টিনার পাইলটরা এই বিমানটি উড়িয়েছেন।

ভারতের শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা দেখে আর্জেন্টিনার টিম অত্যন্ত মুগ্ধ তবে পুরো ব্যাপারটাতে বাদ সাধছে ব্রিটিশ পার্ট। ব্রিটেনে লাগানো অংশগুলো চুক্তি চূড়ান্ত না হওয়ার ক্ষেত্রে একটা বড় বাঁধা। তেজস তৈরি করেছে ভারতীয় কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। কিন্তু এতে অনেক দেশের অংশ আছে। রয়েছে ব্রিটিশ উপাদান, যা আর্জেন্টিনা অপসারণের দাবি জানিয়েছে। ভারতও এর জন্য প্রস্তুত, তবে ১৬টি বিমানের চুক্তি হলেই প্রয়োজনীয় পরিবর্তন করা হবে, তার আগে নয়। ভারতকে দেখে লোভ সামলাতে পারছে না আর্জেন্টিনা সেটা একেবারে স্পষ্ট। আর্জেন্টিনার সামরিক ঘাঁটির উন্নয়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ভারতকে নতুন অংশীদার এবং উৎস হিসাবে দেখছে।

শুধু আর্জেন্টিনা নয়। মালয়েশিয়া, মিসর, বতসোয়ানা লাইনে রয়েছে আরো অনেক দেশ। যাদের নজর রয়েছে ভারতীয় অস্ত্রের দিকে। দশকের পর দশক ধরে ভারত বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ। তবে এখন ভারত অস্ত্র রপ্তানির বাজার ধরতে আগ্রহী। আর সেটা প্রতিটা পদক্ষেপে প্রমাণিত। অলরেডি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ত্র রপ্তানির একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন! আগামী দু বছরে দেশটির লক্ষ্য ৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশের বাজারে বিক্রি করা, যা বর্তমানের তিন গুণ। আপাতত সেই টার্গেট কে সামনে রেখেই দ্রুত এগোচ্ছে ভারত। আর এই লক্ষ্য পূরণে তেজসের উপর ভারত অনেক অংশেই নির্ভরশীল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version