।। প্রথম কলকাতা ।।
শীত যে চলে এসেছে ত্বক সেটা জানান দিচ্ছে। ঠোঁটে লাগানোর জন্য পেট্রোলিয়াম জেলি বা লিপবাম এর কদর বাড়ছে। আজকাল বাজারে তো সব কিছুই পাওয়া যায় কিন্তু নিত্যব্যাবহারয এই সৌন্দর্য পন্য যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়? পদ্ধতি কিন্তু খুব সহজ।চলুন জেনে নিই লিপবাম বানানোর কিছু নিয়ম। উপকরণ, এক চা চামচ গ্লিসারিন, এক চা চামচ পেট্রোলিয়াম জেলি, হাফ চা চামচ গোলাপের পাপড়ি ফোটানো জল। সবকটি উপকরণ একটি বাটিতে নিয়ে নিন। গ্যাসের উপর ধরুন। কিছুক্ষণ জাল দিয়ে সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। আবার গরম জলে বসিয়েও কাজটি করতে পারেন। ঠান্ডা করে কাচের বয়ামে রাখুন। ফ্রিজে সংরক্ষণ করুন তারপর। এরপর দুই সপ্তাহ ধরে লিপ বামটি ব্যবহার করা যাবে।
গ্লিসারিনের কারণে ঠোঁট বাড়তি ময়েশ্চারাইজার পাবে।
পেট্রোলিয়াম জেলির কারণে নরম থাকবে। আর আপনারা সকলেই জানেন গোলাপের পাপড়ি কোন কালো দাগ দূর করতে সহায়তা করে। আমাদের হাতের কাছে পেট্রোলিয়াম জেলি ও নারকেল তেল থাকলেই তৈরি হয়ে যাবে লিপ বাম। এক চামচ পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিন। এতে কয়েক ফোটা নারকেল তেল মিশিয়ে ফ্রিজে রেখে দিন। মিশ্রণটি জমে গেলেই লিপ বাম তৈরি।মনে রাখবেন ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। সাদা রংয়ের পেট্রোলিয়াম জেলি ঠোঁটের জন্য আদর্শ। যেসব পেট্রোলিয়াম জেলি রঙিন হয় তাতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মেশানো থাকে। সেগুলো ঠোঁটের জন্য উপযুক্ত নয়।
গ্লিসারিন আর পেট্রোলিয়াম জেলির উপকারিতা তো আগেই জানলেন। বিটরুটে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। ভালো রাখার পাশাপাশি ঠোটফাটা রোধ করবে। আবার বিটরুটের কারণে বাড়তি রং পাবেন। যে লিপ বামটি তৈরি হবে সেটা আপনি হালকা গালে লাগিয়ে নিতে পারেন। হালকা গোলাপি আভায় চলে আসবে।
এক চা চামচ গ্লিসারিন, এক চা চামচ পেট্রোলিয়াম জেলি, এক চা চামচ বিটরুটের রস দিতে হবে। কিছুক্ষণ জাল দিয়ে সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। তাহলে ফ্রিজে রেখে দিন। বাস তৈরি আপনার রঙিন লিপ বাম।
বিটফুটের আরেকটি লিপ বাম বানাতে পারেন অন্যভাবে। পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ছাড়াও আপনি ডিব্বা বানাতে পারেন। কয়েক টুকরো বিট রুট ব্লেনডারে দিয়ে রস বের করে নিন। এতে চামচ ঘি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তৈরি হয়ে যাবে লিপ বাম। আপনারা সকলেই জানেন ঘি ঠোঁটের আদ্রতা বজায় রাখে।
আমলকিতেও আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ঠোঁট কাটার উৎকরতে সহায়তা করে আমলকি।
এক চা চামচ গ্লিসারিন, এক চা চামচ পেট্রোলিয়াম জেলি, এক চা চামচ আমলকির রস দিতে হবে। তারপর জাল দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবেন। দুই সপ্তাহ ব্যবহার করুন ঠোঁটে আমলকি লিপ বাম।
আজকাল রঙিন লিপ বামের ব্যবহার বেশি। এ ধরনের লিপ বাম ব্যবহার করলে আর লিপস্টিক পড়ার প্রয়োজন পড়ে না। কিন্তু ঠোঁটের জন্য এগুলো ব্যবহার করা নিরাপদ নয় তার চেয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। রঙিন লিপ বাম বানাতে পারেন বেদানার কয়েকটা দানার সঙ্গে। বেদানার কয়েকটি দানা ছাড়িয়ে নিন। তারপর বেদানা রসের সঙ্গে নারকেল তেল এবং পেট্রোলিয়াম জেলি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তৈরি লাল রঙের লিপ বাম।
ঠোঁট এর যত্নে পেট্রোলিয়াম জেলির কদর বেশি। লিপস্টিক থেকে শুরু করে লিপ বাম তৈরিতে পেট্রোলিয়াম জেলি হলো প্রধান উপাদান। পেট্রোলিয়াম জেলি ঠোটকে সুরক্ষা প্রদান করে। এবং হাইড্রেট রাখে। তাই এরপর থেকে সহজেই বাড়িতে এই লিপবামগুলি বানিয়ে নিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম