ছোট প্যাকেট বড় ধামাকা! 7 হাজার টাকার Lava X3-র সাথে 3 হাজারের ইয়ারবাড ফ্রি

Lava X3 Launched : লেটেস্ট Android 12 অপারেটিং সিস্টেমের সাথে বাজারে পা রাখলো সস্তা স্মার্টফোন Lava X3।

।। প্রথম কলকাতা ।।

দামে সস্তা ও ফিচার্সে মজবুত দেশীয় সংস্থা Lava লঞ্চ করলে তাদের নয়া স্মার্টফোন। এদিন আত্মপ্রকাশ হল এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট Lava X3 এর। সম্প্রতি লঞ্চ হওয়া Lava X2 মোবাইলের উত্তরসূরি হিসাবে মার্কেটে পদার্পন করল এই স্মার্টফোন। যাতে মিলবে লেটেস্ট Android 12 অপারেটিং সিস্টেম, HD ডিসপ্লে এবং 4,000mAh ব্যাটারি ক্যাপাসিটি। যাদের বাজেট একটু টাইট তাদের কাছে এটি ভালো বিকল্প হতে পারে। এ ছাড়াও সেকেন্ডারি স্মার্টফোন হিসাবেও এটি কিনতে পারেন ইচ্ছুক গ্রাহকরা। চলুন বিশদে জানা যাক স্মার্টফোনের দাম ও প্রাপ্যতা ও স্পেসিফিকেশন।

 

আরও পড়ুন : স্মার্ট লুকের সাথে লঞ্চ হল Lava Blaze NXT! দাম 10 হাজারের নিচে, ফিচার্স জেনে নিন

 

Lava X3 দাম কত ও কোথায় মিলবে?

এই স্মার্টফোনের একটি ভ্যারিয়েন্টই রয়েছে – 3GB RAM ও 32GB ইন্টার্নাল স্টোরেজ। যার দাম 6,999 টাকা। তিনটি রঙে এই স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে আর্কটিক ব্লু, লাস্টার ব্লু এবং চারকোল ব্ল্যাক। 20 ডিসেম্বর থেকে Amazon এ এটির প্রি-বুকিং শুরু হবে। যেসব গ্রাহক যত দ্রুত এটি প্রি-বুক করবেন তারা 2,999 টাকা মূল্যের Lava ProBuds N11 নেকবব্যান্ড ইয়ারবাড জেতার সুযোগ পাবেন।

 

Lava X3 এর স্পেসিফিকেশন

স্মার্টফোনটির ডিজাইনে আকৃষ্ট করে এটির ওয়াটার-ড্রপ নচ প্যানেল এবং একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ডিসপ্লে প্যানেল রয়েছে HD+ সহ একটি 6.53 ইঞ্চি IPS LCD স্ক্রিন। এটির উপরে এবং পাশ সহ তিন দিকে পাতলা বেজেল রয়েছে।
Android অপারেটিং সিস্টেম 12 ভার্সন।

প্রসেসর রয়েছে MediaTek Helio A22 quad-core চিপসেট যা 3GB RAM ও 32GB ইন্টার্নাল স্টোরেজ পরিষেবা দেয়। যদিও মাইক্রোএসডি কার্ডের দ্বারা এই স্টোরেজ 512GB পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। অপরদিকে ক্যামেরার ক্ষেত্রে মিলবে একটি 8 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং একটি AI সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ৷ নাইট ফটোগ্রাফির জন্য একটি LED ফ্ল্যাশও রয়েছে। সামনে সেলফির জন্য উপস্থিত 5 মেগাপিক্সেল ক্যামেরা।

10W চার্জিং সাপোর্টের সাথে 4,000mAh ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এতে। স্মার্টফোনটিতে ডুয়াল সিম 4G সাপোর্ট মিলবে। এ ছাড়া ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, 3.5 এমএম হেডফোন জ্যাক এবং USB টাইপ-সি কানেক্টভিটি রয়েছে। নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে লাভা।

Exit mobile version