Hawker’s ID Card: ডিসেম্বরেই কলকাতার হকাররা পাবেন পরিচয় পত্র! কাজ শুরু করল KMC

।। প্রথম কলকাতা ।।

Hawker’s ID Card: শহর কলকাতার বুকে হকারদের সমস্যা ক্রমশ জটিল হয়ে উঠেছিল। এই বিষয়টি নিয়ে অবশেষে কলকাতা পৌরসভার নড়েচড়ে বসেছে। এবার শহরের হকারদের পরিচিতি পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা এবং টাউন ভেন্ডিং কমিটি। আপাতত ২০১৫ সালে যারা নাম নথিভুক্ত করিয়েছিলেন হকার হিসেবে তাদের তালিকা ধরে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করা হকারদের হাতে এসে পৌঁছাবে আইডি কার্ড। যেখানে তাদের নাম সহ স্টল নম্বর এবং দোকানের বিবরণ থাকবে।

নিউজ ১৮ বাংলায় প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৫ সালে শহর কলকাতার বুকে হকার সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষায় যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদেরকেই আইডি কার্ড দেওয়া হবে। যদিও প্রত্যেক হকারকে ব্যক্তিগতভাবে একটি কোর্ট পেপারে সই করতে হবে। আর সেই স্ট্যাম্প বা কোর্ট পেপারের ভিত্তিতেই পরিচয় পত্র পাবেন তাঁরা। টাউন ভেন্ডিং কমিটির বৈঠকের পর হকার পুনর্বাসনের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, চলতি বছরের ডিসেম্বর মাসেই হকার রেজিস্ট্রেশন এর কাজ শুরু করে দিতে চাইছেন তাঁরা।

২০১৫ সালে যে হকার সমীক্ষা হয়েছিল সেখানে ৫৯ হাজার হকারের নাম তালিকাভুক্ত রয়েছে। সেই তালিকা ধরেই কাজ শুরু হয়েছে। তাদের মধ্যে যে সকল হকাররা এখনও পর্যন্ত ওই জায়গায় দোকানদারি করছেন তাদেরকে সর্বপ্রথম নথিভুক্ত করা হবে। সম্প্রতি কলকাতা শহর জুড়ে হকার সমস্যা বড় আকার ধারণ করেছিল। যার কারণে কলকাতার তিনটি থানা এলাকায় ৭ থেকে ২১ শে নভেম্বর পর্যন্ত সার্ভে করে কলকাতা পুরসভা। নিউমার্কেট, হাতিবাগান এবং গড়িয়াহাট বাজারে এই সমীক্ষা চলে। অভিযোগ উঠে এসেছিল টাকা নিয়ে হকার বসানো, জোর করে হকার বসানো এমনকি ফুটপাত ও ক্যারেজ দখল করে হকার বসানোর। এই সমস্যার স্থায়ী সমাধান করার জন্য এবার হকারদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুরসভা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version