৫৪ তে ইসরো কার্টে মারাত্মক ক্রেডিট! আর্যভট্ট থেকে চন্দ্রযান ৩, গর্বে ছাতি ৩৬ ভারতের

।। প্রথম কলকাতা ।।

ভারতের নাম মহাকাশে পৌঁছে দিয়েছে ইসরো। সেই ১৫ অগাস্ট কে কেউ ভুলবেনা। আসছে জন্মদিন। ৫৪ বছরে মারাত্মক সব ক্রেডিট ইসরোর ঝুলিতে। আর্যভট্ট দিয়ে শুরু, তারপর একের পর এক গোল। এবার চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছোঁবে। ইসরোর পাস্ট থেকে প্রেজেন্ট, ফিউচার একেবারে সোনায় বাঁধানো। মহাকাশ জয়ের সাফল্য যেন ভারতের হাতের মুঠোয়। মহাকাশের সুলুক সন্ধানে তৈরি ভারত, তৈরি ইসরো, শুরু ১৯৬৯ এ। সেবছর ১৫ আগস্ট প্রতিষ্ঠিত হল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো। তার পর মোটে ছবছর। শুরু ভারতের প্রথম উপগ্রহ প্রজেক্ট। পরীক্ষামূলক ভাবে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করলো দেশ, নাম ‘আর্যভট্ট’। সেই শুরু। তারপর, প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করে ইসরো।

১৯৭৯: দেশীয় প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এসএলভি-৩ র পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়।

১৯৮১: অ্যাপল – জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

১৯৯৪: রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী হিসাবে মহাশূন্যের উদ্দেশে পাড়ি দেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যৌথ ভাবে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিল ভারত। টেলিযোগাযোগ এবং আবহাওয়া পর্যবেক্ষণের জন্য উৎক্ষেপণ করা হয় ইনস্যাট-২বি। কাট টু ২০০৮।

২০০৮: PSLV-রকেট ব্যবহার করে প্রথমবার চাঁদের উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান-১ চাঁদের কক্ষপথে মহাকাশযান স্থাপনকারী দেশ হিসেবে বিশ্বের মধ্যে পাঁচ নম্বর স্থানে উঠে আসে ভারতের নাম।

২০১৭: একসঙ্গে ১০৪ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল ইসরো। PSLV-C37-এর সাহায্যে মহাকাশে পাঠানো হয়েছিল ওই ১০৪টি কৃত্রিম উপগ্রহ। ২০১৯ এ মিশন চন্দ্রযান-২।

৫৪ বছরের জার্নিতে এবার চন্দ্রযান ৩ নামবে চাঁদের মাটিতে গোটা ভারত আশায় বুক বেঁধেছে। স্বপ্ন দেখিয়েছে ইসরো। শুধু সেখানেই থেমে থাকেনি। ওয়াকিবহাল মহল বলছে। স্বপ্ন পূরণ করতে জানে ভারত, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তাই নাসাও বিশেষ গুরুত্ব দেয় ISROকে আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, ইতালি, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, জাপানের মতো দেশও ইসরোর রকেটকে ভরসা করে স্যাটেলাইট পাঠাচ্ছে মহাকাশে।

এছাড়াও আদিত্য এল-১, মিশন গগনযান, শুক্রযান, মঙ্গলযান, লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স এর মতো দুরন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে ইসরো। ঝুলিতে রয়েছে Satellite Instructional Television Experiment, Rohini সিরিজ, INSAT, GSAT সিরিজ, EDUSAT, HAMSAT, Bhaskara-1, Resourcesat সিরিজ, Cartosat সিরিজ, Kalpana-1, Oceansat-1, Earth Observation Satellite সিরিজ, Indian Regional Navigation Satellite System, Space Recovery Experiment Satellite, SARAL, মঙ্গলযান, AstroSat এর কৃতিত্ব। ভারতের মহাকাশ-গবেষণা গোটা বিশ্বে রীতিমতো হইহই ফেলে দিয়েছে। সত্যিই প্রত্যেক ভারতবাসীর গর্বে বুক চওড়া হচ্ছে আজ৷ ২০২৩ এর ১৫ অগাস্ট ইসরোর জন্মদিন। এতো টানাপোড়েনের মধ্যেও উচ্চতার শিখরে পৌঁছতে পেরেছে ভারত, প্রমাণ করে দিয়েছে Indian Space Reaserch Organization।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version