ভারতকে চরম খোঁচা ইজরায়েলের! পাকিস্তান তুরুপের তাস? দিল্লি টলবে না

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তানকে ইজরায়েলের বড় ঝটকা। সাহায্য করেও ধোকা! ইসলামবাদ বোকা বনে যাচ্ছে। দিল্লিকে আসলে এটাই ছিল নেতানইয়াহুর খোঁচা? নাকি গুপ্ত কোনও বার্তা! কিন্তু ভারত কি ইজরায়েলের ফাঁদে পা দেবে? কী সিদ্ধান্ত নেবে ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তান ভাবতেও পারেনি প্রথমবার ইজরায়েলর ভালো করতে গিয়ে এবার পর্যুদস্তু হতে হবে তাদের। ভারতের ২৬/১১ মুম্বই হামলার ১৫ বছর হতে চলেছে। তার ঠিক আগেই বড়সড় ঘোষণা করে দিল ইজরায়েল। দিল্লি কি তেল আভিভের এই ঘোষণায় কোনওধরণের প্রতিক্রিয়া দেবে? লস্কর-ই-তইবাকে নিষিদ্ধ করল ইজরায়েল। মঙ্গলবার বিবৃতি জারি করে সেদেশের তরফে বলা হয় শয়ে শয়ে ভারতীয়কে হত্যার নেপথ্যে রয়েছে এই মারাত্মক জঙ্গি সংগঠন। তাই লস্করকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করা হল। অনেকেই বলছেন পাকিস্তান অস্ত্র বেচেও তাহলে ইজরায়েলের সুনজরে আসতে পারল না।

অবশ্য এমন এক ঘোষণা করেছে তেল আভিভ যার বিরুদ্ধে পাকিস্তান কোনও ধরণের অ্যাকশন নিতে পারবে না। এমনকি মুখ ফুটে প্রতিবাদ করারও জায়গা নেই, কিন্তু ইজরায়েল আসলে দিল্লিকে কোন বার্তা দিতে চাইল?ভারতের ইজরায়েলি দূতাবাস থেকে বিবৃতি দিয়ে লস্করকে নিষিদ্ধ করার খবর জানানো হয়। মুম্বইতে ভয়াবহ জঙ্গি হামলার ১৫তম বর্ষপূর্তির আগেই এই পদক্ষেপ ভারতের ‘বন্ধু’ ইজরায়েলের। বিবৃতিতে বলা হয় ইজরায়েলের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রীরা যৌথভাবে কাজ করেছেন যেন দ্রুত লস্করকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা যায়। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে সকলের একজোট হওয়া দরকার। এই বিষয়টিও তুলে ধরতে চায় ইজরায়েল। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন মনে রাখতে হবে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত আবেদন করেছিলেন হামাসকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করুক নয়াদিল্লি, কিন্তু ভারতের তরফ থেকে হামাসের ইজরায়েলে হামলার নিন্দা করা হলেও হামাসকে নিষিদ্ধ ঘোষণা করার কোনও স্টেপ নেওয়া হয়নি। তার পরেই বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনের এই পদক্ষেপ।

এক্ষেত্রে কূটনৈতিক মহলের দাবি ভারতকে একপ্রকার আগ বাড়িয়ে ইজরায়েলর এটাই হয়ত বোঝাতে চাইল যে হামাসকে নিয়ে বৃহত্তর স্টেপ নিক ভারত তেমনটাই চায় তেল আভিভ গাজায় ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পরেই ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত আবেদন জানান। এবার হামাসকে নিষিদ্ধ তকমা দিক নয়াদিল্লি। তাহলে এবার লস্করকে নিষিদ্ধ ঘোষণা করার পর কি ভারত ভেবে দেখবে এই বিষয় নিয়ে? বিশেষজ্ঞদের দাবি একটা রয়েছে জটিল অঙ্ক ইজরায়েল পাকিস্তান প্রথম থেকেই একে অপরের শত্রু কিন্তু ভারত স্বাধীন প্যালেস্টাইনে পক্ষে তাতে হামাসের হামলাকে দিল্লি সমর্থন না করলেও হুট করে হামাসকে যে নিষিদ্ধও ঘোষণা তারা করবে না এটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। এবার দেখার ভারত ইজরায়েলের এই পদক্ষেপের পর কোন প্রতিক্রিয়া দেয় কিনা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version