কাশ্মীরে আইএসআই নেটওয়ার্কে বুলডোজার! বানচাল হল পাকিস্তানের গোপন মিশন, সোজা বিশ্ববিদ্যালয়ে অপারেশন

।। প্রথম কলকাতা ।।

কাশ্মীরে আইএসআই জঙ্গি নেটওয়ার্কে বুলডোজার মোদীর অ্যাকশন পাকিস্তানের মারাত্মক প্ল্যান ভেসতে গেল। বড় খবর কাশ্মীর ইউনিভার্সিটিতে কারা সিক্রেট মিশনে ছিল? কাশ্মীর উপত্যকায় মোক্ষম অপারেশন। পাকিস্তানের বড় প্ল্যান ফেল হয়ে গেল। ছেঁটে ফেলা হল কাশ্মীরে থাকা দেশের গদ্দারদের। হাতেনাতে প্রমাণ মিলল কত বড় ষড়যন্ত্র করা হচ্ছিল। উপত্যকায় এখন অ্যাকটিভ রয়েছে কত জঙ্গি সংগঠন? এবার কি যোগীর কায়দাতেই উপত্যকাতে চলবে বুলডোজার? পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে আঁতাঁত অভিযোগে তিন সরকারি কর্মীকে বরখাস্ত করা হল জম্মু ও কাশ্মীরে। এমন কোন চক্রান্তে এরা যুক্ত ছিল যা ভারতের বিরুদ্ধে? সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর তিন সরকারি কর্মীর মধ্যে রয়েছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের পিআরও, জনসংযোগ আধিকারিক ফাহিম আসলাম, পুলিশ কনস্টেবল আরশিদ আহমেদ্থকার। রেভিনিউ অফিসার মুরাওয়াথ হুসেন মীর।

এএনআই সূত্রে দাবি করা হয়েছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং জঙ্গি সংগঠনগুলির হয়ে কাজ করতেন ওই তিন কর্মী। একেবারে হাতেনাতে প্রমাণ মিলেছে। জানা যাচ্ছে ভারত সরকারের স্পেশাল অপারেশন চলছে কাশ্মীরে৷ লোকচক্ষুর আড়ালেই৷ সেখান থেকে ভারতের ইন্টালিজেন্সের হাতে তথ্য। এই ৩ সরকারী কর্মীর কাঁধে আইএসআইএস জঙ্গি নেটওয়ার্কে। উপত্যকায় সচল রাখার দায়িত্ব ছিল। জঙ্গি শাবির শাহের সহযোগী হিসাবে কাজ করতেন ফাহিম আসলাম। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে জঙ্গিনেতার ক্ষমতাতেই নাকি এন্ট্রি পেয়েছিল ফাহিম। বিভিন্ন সংবাদপত্র এবং সমাজমাধ্যমে তিনি লেখালেখি করতেন বলেও দাবি। দ্বিতীয় অভিযুক্ত আরশিদ ২০০৬ সালে জম্মু ও কাশ্মীর পুলিশের সশস্ত্র বাহিনীতে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন। জইশ-ই-মহম্মদ জঙ্গি দলের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে বলে অভিযোগ।

তৃতীয় অভিযুক্ত মুরাওয়াথ রাজস্ব দফতরে কাজ করতেন ১৯৮৫ থেকে। তথ্য বলছে ১৯৯০ থেকে হিজবুল মুজাহিদিন ও জেকেএলএফের জন্য কাজ করত মুরাওয়াথ একবার জেলেও যায়। তারপরও কন্টিনিউ জঙ্গি সংগঠনগুলোকে মদন জোগানের কাজ চলত। গোয়েন্দা সূত্রে দাবি, উপত্যকায় উত্তেজনা তৈরি করা ও শান্তি ভঙ্গ করার চেষ্টা লাগাতার চালাচ্ছে পাকিস্তান। কিন্তু পাল্টা মুহ তোড় জবাবও এদিক থেকে দেওয়া হচ্ছে। উপত্যকায় জঙ্গি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিং জঙ্গিযোগের অভিযোগে এখনও পর্যন্ত ৫২ জন সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এবার দেখার মোদী সরকারের নেক্সট স্টেপ কী?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version