।। প্রথম কলকাতা ।।
Kashmir: কাশ্মীর নিয়ে ISI-র মারাত্মক প্ল্যান, ঘুঁটি বানানো হচ্ছে কাদের জানেন? পুরোপুরি ডি-কোড করে ফেলল ইন্ডিয়ান আর্মি। এবার ভারতীয় গোয়েন্দারা ডিজিটালি ক্র্যাক করতে পারবে না জঙ্গিদের প্লান, তাহলে উপায়? কাশ্মীরকে নিয়ে বড়সড় নাশকতার পরিকল্পনা। কাশ্মীর নিয়ে বদলে ফেলা হচ্ছে স্ট্র্যাটেজি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই লেভেল বাড়াচ্ছে। কাশ্মীরের জনতাদের সেনার ওপর ক্ষোভ-রাগ থেকেই থাকে। আর এবার সেটাকেই কাজে লাগিয়ে নতুন ছক।
উপত্যকায় মোবাইল ফোন, স্পেশাল অ্যাপ, গেমিং ডিভাইস দিয়ে ভুলেও কোনও কমিউনিকেশন নয় জানিয়ে দিয়েছে আইএসআই। এবার অপারেশন হবে অন্য উপায়ে? জড়িয়ে যাচ্ছে বহু জীবন।ইন্ডিয়ান আর্মির জন্য কতবড় চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল? এটা বিচার করতে গেলে আগে আইএসআই-য়ের প্ল্যানটা জানতে হবে। জি২০র বৈঠক হয়ে গেল কাশ্মীরে তারপরও কি এখনও নিরাপদ নয় উপত্যকা? ষড়যন্ত্রের গোপন খবর পৌঁছে দিতে কিংবা কীভাবে অস্ত্র পাচারে করা হবে তাতেই এবার কাশ্মীরের মহিলা ও শিশুদেরও ব্যবহার করার পরিকল্পনা করছেন জঙ্গিরা। ভারতীয় সেনার তথ্য বলছে, এটাই আইএসআই এবং তানজিম জঙ্গিগোষ্ঠী -এর নতুন স্ট্র্যাটেজি। এর মানে সরাসরি কাশ্মীরের জনগণকেই টার্গেট করে নাশকতার ছক।
লেফটেন্যান্ট জেনারেল অমরদীপ সিং আওজিলার কথায় উঠে এলো তেমনই আশঙ্কার কথা। শ্রীনগরের ১৫ কোরের জেনারেল কম্যান্ডিং অফিসার অমরদীপের দাবি প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে বসে থাকা পাক গুপ্তচর বাহিনী আইএসআই সেইসঙ্গে তাদের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো কাশ্মীরে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আর সেই কাজে তারা ব্যবহার করছে ভূস্বর্গের মহিলা ও শিশুদের। এর মানে যাদের দিকে বেশি সন্দেহের নজর যাবে না সেনাবাহিনীর তাদেরকেই সামিল করা হবে অপারেশনে। এর নেপথ্যে মূল মন্ত্রই হল সেনার বিরুদ্ধে উস্কানো হচ্ছে মহিলাদের। তাদের ব্রেন ওয়াস করা হচ্ছে রীতিমত। শিশুদের নানা লোভনীয় জিনিসের লোভ দেখানো চলছে। আগে মোবাইলের মাধ্যমে খবরাখবর চালাচালি হতো, ড্রোনের মাধ্যমে অস্ত্রের চোরাচালান করত জঙ্গিরা।
তাহলে হঠাৎ অপারেশন স্ট্র্যাটেজি বদলানোর কারণ কী?
ইন্ডিয়ান আর্মি ফাঁদে পড়ে যাচ্ছে আইএসআই লেফটেন্যান্ট জানাচ্ছেন কাশ্মীরে জঙ্গিদের অনেক সহযোগী ধরা পড়ে গিয়েছে। তাই এখন ওরা মহিলা, কিশোরী ও নাবালকদের দিয়ে খবরাখবর চালাচালি, মাদক ও অস্ত্র চোরাচালান করছে। আর এটা যে সবচেয়ে বড় বিপদ সেটা একপ্রকার স্বীকার করে নেওয়া হচ্ছে৷ তাহলে এবার ভারতীয় সেনার ব্যাক আপ প্ল্যান কী?
কীভাবে শনাক্ত করা হবে কারা অপরাধী? কারা অপরাধের সঙ্গে যুক্ত? জানা যাচ্ছে ভারতীয় গোয়েন্দারা খুবই সক্রিয় তাই জঙ্গিরা তাদের কাজের ধরন বারবার বদলাচ্ছে সেনার দাবি, জঙ্গিদের একটা বড় অংশ কাশ্মীর উপত্যকা ছেড়ে চলে গিয়েছে বা মূলস্রোতে ফিরেছে। তবে সবটা পুরোপুরি নির্মূল হয়ে গিয়েছে এই দাবি করা ভুল হবে।সীমান্তপারের অদৃশ্য সন্ত্রাসের আশঙ্কা এখনও রয়েছে। কীভাবে ইন্ডিয়ান আর্মি আইএসআইয়ের নতুন ছক বানচাল করবে সেই পরিকল্পনা যে সকলের সামনে আনা যাবে না সেটা পরিস্কার। এবার দেখার আইএসআই-কে কীভাবে জব্দ করে ভারতের গোয়েন্দা সংস্থা ও ইন্ডিয়ান আর্মি৷
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম