Health Tips: গলায় মাছের কাঁটা বিঁধে যন্ত্রণা করছে? বাড়িতেই করুন বিশেষ টোটকা

।। প্রথম কলকাতা ।।

Health Tips: ব্যস্ততার মাঝে তাড়াহুড়ো করে খেতে গিয়ে কিংবা অসাবধানতার কারণে মাছের কাঁটা (Fish bone) গলায় ফোটা স্বাভাবিক ব্যাপার। মাছে ভাতে বাঙালি বলে কথা। সেখানে কাঁটার ভয়ে মাছ খাওয়া ছেড়ে দিতে হবে এটা ভাবা একেবারেই অসম্ভব ব্যাপার। মাছ ছাড়া বাঙালির ভুড়িভোজ সম্পূর্ণ হয় না। অনেকে আবার মজা করে গলার কাঁটা দূর করতে বিড়ালের পা ধরতে বলেন। এছাড়াও ওঝা, ঝাড় ফুঁকের মতো অপচিকিৎসা তো রয়েছে। গলায় মাছের কাঁটা আটকে যাওয়া মানে বেশ কষ্টকর ব্যাপার। তবে জানেন কি আপনি ভয় না পেয়ে বাড়িতে বসেই এই সমস্যার সমাধান করতে পারেন।

এত কিছু পরেও যদি কাঁটা না নামে তাহলে দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যান কিংবা গলার একজন বিশেষজ্ঞকে দেখান। বিষয়টি ফেলে রাখা একদম উচিত হবে না। ঘরোয়া উপায়ে কাঁটা না নামলে বুঝতে হবে ডাক্তারের সাহায্য নেওয়া অবশ্যই দরকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version