Shibram Chakraborty: মুক্তারাম বদলে গলিপথ এবার শিবরাম চক্রবর্তী স্ট্রিট, কলকাতা পুরসভায় পাশ প্রস্তাব

।। প্রথম কলকাতা ।।

Shibram Chakraborty: চলতি বছর ১২১ বছর পূর্তি হয়েছে বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক শিবরাম চক্রবর্তীর। আর এই জন্মদিনেই তাঁকে সেরা উপহার দিল কলকাতা পুরসভা। কলকাতায় ১৯০৩ সালের ১৩ ডিসেম্বর জন্মেছিলেন শিবরাম চক্রবর্তী। জীবনের বেশিরভাগ সময় যিনি কাটিয়েছেন মুক্তারামবাবু লেনের মেসবাড়িতে। লেখককে শ্রদ্ধা জানাতে সেই মুক্তারাম বাবু স্ট্রিটের নাম বদল করছে কলকাতা পুররসভা। নাম দেওয়া হচ্ছে লেখকের নামে, শিবরাম চক্রবর্তী স্ট্রিট।

একটা সরু আধো-অন্ধকার গলি। সেটি পেরিয়ে ডান দিকে ঘুরলে ১৩৪, মুক্তারাম বাবু স্ট্রিটের ‘ক্ষেত্র কুঠি’। পলেস্তারা খসে পড়েছে তিনতলা বাড়ির। নেই বারান্দা। বেরিয়ে রয়েছে লোহার কাঠামো। সাহিত্যিক শিবরাম চক্রবর্তী থাকতেন ১৩৪ মুক্তারাম বাবু স্টিটের মেস বাড়িতে। নিজের লেখাতে সেই মেসবাড়ি সম্বন্ধে লিখেছেন শিবরাম। তাঁর কথায় মুক্তারাম থেকে তক্তারামে শুয়ে, শুক্তারাম খেয়ে তিনি শিবরাম হয়েছেন। এই মুক্তারাম বাবু স্ট্রিটের মেস বাড়িতে বসে তার লেখালিখির অধিকাংশ করছেন শিবরাম। ঘনাদা, হর্ষবর্ধন-গোবর্ধনের মতো একের পর এক কালজয়ী চরিত্র ওই মেসবাড়িতে বসেই তিনি তৈরি করেছেন। বহু স্মৃতি বহন করে চলেছে ওই মেসবাড়ি। এখানেই লেখকের মৃত্যু হয়। এই মেসবাড়িতে শিবরামের পড়শি যাঁরা ছিলেন তাঁরা এখনও বলেন তাঁর গল্প। লেখককে শ্রদ্ধা জানাতে কলকাতা পুরসভা রাস্তার নাম বদল করছে। একই সঙ্গে পুরসভা প্রস্তাব পাঠাচ্ছে রাজ্য শিশু কিশোর অ্যাকাডেমির নাম সাহিত্যিকের নামে করার জন্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version