Home Remedies For Dark Circles: চোখের তলায় কালি পড়ছে? এই উপায় সমস্যা দূর হবে

।। প্রথম কলকাতা ।।

Home Remedies For Dark Circles: চোখের তলায় কালি কিছুতেই কমছে না। পুজোর আগে ঠিক করে ফেলবেন কীভাবে? এই পাঁচটা উপায়ে ম্যাজিকের মতো উধাও হবে ডার্ক সার্কেল। জল ঠিক করে খাচ্ছেন তো!কীভাবে চোখের নীচে কালো দাগ দূর করবেন? চিন্তা নেই! চোখ সৌন্দর্যের একটি বিশেষ অংশ। বলা হয় চোখ কথা বলে। সামনা সামনি কথা বলার সময়ে চোখের দিকেই নজর সকলের আগে আসে। কিন্তু চোখের নিচে যদি কালো দাগ হলে তাহলে বড্ড খারাপ লাগে দেখতে। সামনেই দুর্গাপুজো কীভাবে এই সমস্যা দূর করবেন?

সবারই চোখের তলায় একই কারণে কালো ছোপ তৈরি হয় না। এক একজনের নানা কারণেও হতে পারে। ঠিক মতো ঘুম না হলে কিংবা ঘুম কম হলে বা থাইরয়েডের কারণে কালো দাগ দেখা যায়। আয়রনের ঘাটতি থেকে যদি অ্যানিমিয়া হয় তাহলেও ডার্ক সার্কল হতে পারে। সেক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখুন।

জল ঠিক করে খান। আমাদের অনেকেই কিন্তু রোজকার পর্যাপ্ত পরিমাণে জল পান করি না। এটি কিন্তু আমাদের ত্বক আরও শুষ্ক করে দেয়।

চোখের তলায় কালি পড়ে যাওয়ার সমস্যা কিন্তু বেশ কমন। আমাদের অনেকেই এই সমস্যাতে ভুগি। এই বিষয়গুলো মেনে চললেই কিন্তু চোখের তলায় কালি সহজেই ভ্যানিশ হওয়া সম্ভব। সংবাদমাধ্যমে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version