G20 Meeting 2023: বিশ্বের গতিপথ নির্ধারণ করবে ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, কোয়াড বৈঠকে বিশেষ বার্তা

।। প্রথম কলকাতা ।।

G20 Meeting 2023: ৩ মার্চ শুক্রবার নয়া দিল্লিতে (Delhi) উপস্থিত ছিলেন কোয়াডের সদস্য দেশগুলির বিদেশমন্ত্রী। এখানে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি পরিকাঠামো, সংযোগ এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে নানান বিষয়ে আলোচনা করা হয়। কোয়াড সদস্য দেশগুলি সমসাময়িক চ্যালেঞ্জ সামলাতে এবং একে অপরের পাশে দাঁড়াতে সম্মত হয়েছে। শুক্রবার দিল্লিতে বৈঠকে উপস্থিত ছিলেন, মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, অস্ট্রেলিয়ায় (Australia) বিদেশ মন্ত্রী পেনি ইয়াং এবং জাপানের (Japan) বিদেশ মন্ত্রী ইয়শিমাসা। বৈঠকের সভাপতিত্বের ছিলেন ভারতের (India) বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক শেষে কোয়াড সদস্য দেশগুলি বেশ খুশি। পাশাপাশি তারা এই সম্মেলন আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই বৈঠকে সম্মিলিত বার্তার মাধ্যমে জানানো হয়েছে, ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ২১ শতকে বিশ্বের গতিপথ নির্ধারণ করবে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে যে বৈশ্বিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে তা মোকাবিলা করার জন্য কোয়াড সদস্য দেশগুলির সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেখানে অগ্রাধিকার পেয়েছে ইন্দো প্যাসিফিকের বিষয়গুলি। এছাড়া উঠে এসেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ। বৈঠক শেষে কোয়াড সদস্য দেশগুলি একটি যৌথ বিবৃতি জারি করেছে। এই বিবৃতি অনুযায়ী, ইন্দো প্যাসিফিকের ক্ষেত্রে মুক্ত এবং গঠনমূলক দিকের প্রতি গুরুত্ব দেওয়া হবে।

কোয়াড সন্ত্রাসবাদ মোকাবিলায় কাউন্টার টেররিজমের উপর একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোয়াড ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করা হবে। এটি সন্ত্রাসবাদ, সহিংসতা, সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াই করার জন্য কোয়াড এবং ইন্দো-প্যাসিফিক অংশীদারদের মধ্যে সহযোগিতার প্রচার করবে৷ নতুন প্রযুক্তির সাহায্যে সন্ত্রাস দ্রুত ছড়িয়ে পড়ছে। সন্ত্রাসীরা উদীয়মান এবং উন্নয়নশীল প্রযুক্তি আনম্যানড এরিয়াল সিস্টেম (ইউএএস) এবং ইন্টারনেটের ব্যবহার গ্রহণ করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি সন্ত্রাসী কর্মকাণ্ডে সন্ত্রাসীদের নিয়োগ এবং উস্কানি দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়ন, পরিকল্পনা ও প্রস্তুতিতে সোশ্যাল মিডিয়া হয়ে উঠছে মোক্ষম অস্ত্র।

এই বিষয়ে প্রথম বৈঠক হবে ২০২৩ সালের মার্চে আমেরিকায়। সদস্য দেশ গুলি বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা চালিয়ে যেতে ২০২৩ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বৈঠকের অপেক্ষায় রয়েছে। কোয়াড সদস্য দেশ গুলি বৈঠকে অনেক বিষয়ে একমত হয়েছে বলে জানান এস জয়শঙ্কর। এর আগে, “দ্যা কোয়াড স্কোয়াড: পাওয়ার অ্যান্ড পারপাস অফ দ্য পলিগন” বিষয়ে একটি প্যানেল আলোচনা চলাকালীন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে বেশ কিছু নতুন জিনিস উঠে এসেছে। যেখানে সন্ত্রাসবিরোধী ওয়ার্কিং গ্রুপে সবই একমত হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version