UPI Service: বিদেশেও এবার মিলবে ভারতের UPI পরিষেবা, লেনদেন হবে আরও সহজ

।। প্রথম কলকাতা ।।

UPI Service: প্রত্যেকের হাতে বর্তমান সময়ে একটা করে স্মার্ট ফোন দেখতে পাওয়াই যায়। আর এই স্মার্টফোনের মধ্যে প্রায় সমস্ত কিছুই থাকে। যোগাযোগ করা থেকে শুরু করে প্রয়োজনীয় ফাইল ট্রান্সফার করা, ছবি ভিডিও পাঠানো এমনকি টাকা লেনদেনের বিষয়টিও খুব সহজেই করে ফেলা যায়। তাই পকেটে নগদ টাকা না থাকলেও স্মার্টফোনে UPI থাকলেই সমস্যার সমাধান হতে পারে। এবার সেক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ভারত (India)। জুড়ে দেওয়া হলো ভারত এবং সিঙ্গাপুরের অনলাইন পেমেন্ট সিস্টেমকে। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে ভারতের ইউপিআই পরিষেবা বিদেশের মাটিতে বসেও পাওয়া যাবে।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের (Singapore) প্রধানমন্ত্রী লি সিয়েন লুং একটি চুক্তি স্বাক্ষর করেন। আনুষ্ঠানিকভাবে এই চুক্তি অনুযায়ী ভারতের ইউপিআই এবার পৌঁছে গিয়েছে দেশের বাইরে সিঙ্গাপুরে গিয়ে ভারতের ইউপিআই এর মাধ্যমে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা সম্ভব। সিঙ্গাপুরের অনলাইন পেমেন্ট সিস্টেম পে নাও (Pay Now) এর সঙ্গে ভারতের UPI যুক্ত হওয়ার ফলে অনলাইনে টাকা পাঠানো আরো সহজ হয়ে যাবে, এমনটাই মনে করছে দুই দেশ।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পরিযায়ী কর্মী থেকে শুরু করে পড়ুয়া এমনকি পেশাদার ক্ষেত্রেও টাকা পাঠানো খুবই সহজ হয়ে উঠবে। দুই দেশের নাগরিকরা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের অনলাইন পেমেন্ট সিস্টেমের (Online Payment System) মাধ্যমেই টাকা পাঠাতে পারবেন  সংবাদ প্রতিদিনের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী দিনে ভারতের ভয়েস বেসড পেমেন্ট সিস্টেম চালু হতে চলেছে ইউপিআই এ। অর্থাৎ কেবলমাত্র ফোনকে ভয়েস কমান্ড করতে হবে। আর তাহলেই খুব সহজে যাকে আপনি টাকা পাঠাতে চাইছেন তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আর এই কাজটি করা যাবে স্থানীয় ভাষাতে।

আপাতত দেশের ১৮ টি ভাষায় এই কমান্ড সিস্টেম তৈরি করার কাজ শুরু করা হবে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা চালু করা হবে। এমনটাই আশ্বাস দিয়েছে কেন্দ্র। ভবিষ্যতে কানাডা, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ আরও ১০ দেশের প্রবাসীদের জন্য ইউপিআই পরিষেবা চালু করতে চায় ভারত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version