।। প্রথম কলকাতা ।।
ভারতে মুসলিমদের সংখ্যা হিন্দুদের টেক্কা দেবে? বাংলাদেশের থেকেও মুসলিম জনসংখ্যা বেশি ভারতে। ২০২৩ এর শেষে মুসলিমদের সংখ্যা কত কোটি ছাড়াবে ভারতে? সংসদে যে তথ্য ফাঁস হল তা আপনাকে চমকে দেবে। সংখ্যালঘুর তকমা আর থাকবে তো ইসলামীদের? ভারতে মুসলিমদের সংখ্যা ঠিক কত? আইডিয়া করে বলুন তো? সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে রিপোর্ট পেশ করে কেন্দ্র তাতেই উঠে কীভাবে হু হু করে বাড়ছে ভারতে ইসলাম ধর্মাবলম্বিদের সংখ্যা। এমনকি এই সংখ্যা মুসলিম প্রধান বাংলাদেশের থেকেও বেশি। এক দশকে এতটা বৃদ্ধি কী কোনওভাবে উদ্বেগের কারণ হতে পারে? লোকসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মালা রায়। দেশের মুসলিম জনসংখ্যায় বৃদ্ধির হার সংক্রান্ত প্রশ্ন তোলেন লিখিত উত্তর দিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি।
সেই তথ্যে বলা হচ্ছে ২০১১ সালের আদমশুমারির তথ্যের ভিত্তিতে মুসলমানরা মোট জনসংখ্যার ১৪.২ শতাংশ ছিল অনুমান করা হচ্ছে ২০২৩ সালের মধ্যে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা পৌঁছবে ১৯.৭ কোটিতে যা ২০১১ সালের তুলনায় ২.৫ কোটি বেশি। ২০১১ সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল ১৭.২ কোটি। এবার দেখুন বাংলাদেশের পরিসংখ্যানে ঠিক কী তথ্য উঠে আসছে। বাংলাদেশে শেষ আদমশুমারি হয়েছিল ২০২২ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ তাঁদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ১৫ কোটি ৪৫ লাখ। অর্থাৎ যা বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে ৯১ শতাংশ বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষ রয়েছেন ১ কোটি ৫২ লাখ অর্থাৎ মোট জনসংখ্যার ৮.৯৫ শতাংশ।
সংসদে দাঁড়িয়ে স্মৃতি ইরানির এই তথ্য পেশের পর শুরু হয়েছে বিতর্ক৷ ভারতে পাল্লা দিয়ে বাড়ছে মুসলিমদের জনসংখ্যা৷ তবে তথ্য এটাও বলছে মুসলিম জনসংখ্যার নিরিখে সবথেকে এগিয়ে ইন্দোনেশিয়া সেখানের ২৩ কোটি ১০ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন পাকিস্তানে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা ২১ কোটি ২৩ লাখ তবে তারপরের স্থানেই রয়েছে ভারত বিভিন্ন মহলেই প্রশ্ন উঠছে এই সংখ্যা নিয়ন্ত্রণ করতে কি কোনও পদক্ষেপ করবে সরকার?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম