S. Jaishankar: ‘ভারতের বৈশ্বিক অবস্থান স্পষ্টতই উচ্চতর’, দাবি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের

।। প্রথম কলকাতা ।।

S. Jaishankar: বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান অবস্থান নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জয়শঙ্কর (S. Jaishankar)। ভারত যে ব্যতিক্রমী আন্তর্জাতিক শক্তি হয়ে উঠেছে, এমনটাই দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, গোটা বিশ্বকে ভারতের ব্যতিক্রমী আন্তর্জাতিক শক্তি (Exceptional International Power) সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছে দেশটি। এমনটাই সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড: এস জয়শঙ্কর।

সময় টিভিতে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাঁর কথায়, ভারত (India) এমন একটি দেশ যারা অপরের জন্য কাজ করতে ইচ্ছুক। সেই কারণে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান অনেকটাই উচ্চতর এবং যথেষ্ট বেশি শক্তিশালী। এর কারণ অবশ্য ভারত কৌশলগতভাবে নিজেদের চিন্তাভাবনার উপর ভিত্তি করে কাজ করতে পারে এবং আগামী দিনেও এই ভাবেই চলবে। পররাষ্ট্রমন্ত্রী (External Affairs Minister) আরও জানান, গোটা বিশ্বের ভারত সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করতে ভীষণভাবে সাহায্য করেছে ‘ভ্যাকসিন মৈত্রী’ উদ্যোগ।

এই উদ্যোগটি গত ১০ বছরে একক ভাবে ভারতকে সাহায্য করেছে বিশ্ব দরবারে নিজেদের চিন্তাভাবনা প্রকাশ করার ক্ষেত্রে। এছাড়াও তিনি এএনআই (ANI) এর ওই সাক্ষাৎকারে ভারতের অংশীদারিত্বের কথা বলেন। তাঁর কথা অনুসারে, ভারতের বিভিন্ন অংশীদারিত্বের নেপথ্যে অন্যতম একটি কারণ হল এর মাধ্যমে অনেক মানুষকে একসঙ্গে পাওয়া যায়। আর যেখানে প্রশ্ন আসে অংশীদারিত্ব পরিচালনা করবার সেই কাজে ভারত যথেষ্ট দক্ষ।

ভারতের আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম বড় শক্তি চীনের সঙ্গে ভারতের সম্পর্ক সামগ্রিকভাবে ভালো। যদিও সীমান্ত নিয়ে দৃষ্টিভঙ্গিতে ক্ষেত্রে কিছুটা বদল এসেছে। কিন্তু তারপরেও ওই বড় শক্তির সঙ্গে ভালো সম্পর্কই বজায় রেখেছে ভারত। বিশ্ব দরবারে যেখানে একটি অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে সেখানেও অবিচলিত থেকেছে ভারত। পাশাপাশি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক সেই সময় একই রকম ছিল। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গে প্রশংসা বাক্য শুনতে পাওয়া যায় জয়শঙ্করের মুখে। তিনি বলেন , বিশ্বমঞ্চে ভারত বর্তমানে যে মর্যাদার জায়গা পায়, তা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে মোদিজীর নেতৃত্বে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version