ভারতের এয়ার ফোর্স বদলে যাচ্ছে! আমেরিকার আদলে নয়া রূপ, কীভাবে নিরাপত্তা বাড়াচ্ছে দিল্লি?

।। প্রথম কলকাতা ।।

ইন্ডিয়ান এয়ার ফোর্স বদলে যাবে, আমেরিকার আদলে আকাশ থেকে সোজা মহাকাশের পাড়ি। জল, স্থল আকাশ নয় দেশের বাহিনী মহাকাশেও। ভারতকে কীভাবে প্রটেক্ট করবেন অন্তরীক্ষের সৈনিকেরা? শত্রুদেশের স্যাটেলাইট হবে নিমেষে ধ্বংস নাকি মহাকাশ থেকে অ্যাটাক? ইন্ডিয়ান মিলিটারিতে তাহলে এবার চার বাহিনী। এর মানে আরও কয়েক হাজারগুণ শক্তিশালী ইন্ডিয়ান আর্মি। শক্রুদের চোখে চোখ রাখতে নয়া টেকনলজি আমেরিকা যখন আপন করে ফেলেছে তাহলে ভারতের করতে ক্ষতি কোথায়? ভারতের প্রতিরক্ষা যে দ্রুত গতিতে এগোচ্ছে অনেক দেশই এবার পিছনে পড়ে যাবে।

মূলত চীনকে মোক্ষম শিক্ষা দিতেই কি এয়ার ফোর্সে খোলনলচে বদলাচ্ছে ভারত? আমেরিকার সেনাবাহিনীতে স্থল, জল এবং বিমান বাহিনীর পাশাপাশি রয়েছে মহাকাশ বাহিনী। মহাকাশের জন্য স্বতন্ত্র বাহিনী প্রস্তুত করেছে আমেরিকা। এবার ভারতও হাঁটতে পারে ঠিক সেই পথেই কিন্তু এই মহাকাশ বাহিনীর আসলে কাজটা কি হবে? কী করবে সেনাকে সাহায্য করবে মহাকাশ বাহিনী? মহাকাশে স্যাটেলাইটের দ্বারা কোনও নজরদারি চললে কি সেটাই প্রতিরোধ করার ক্ষমতা থাকবে তাদের?

দুর্গম পাহাড়ি অঞ্চল, কনকনে ঠান্ডায় কিংবা ধু ধু মরু প্রান্তরে সেনা জওয়ানেরা ২৪x৭ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। উত্তাল সমুদ্রে কাটে তাঁদের বিনিদ্র রাত। শত্রুর আক্রমণেও প্রাণ দিতে হয় তাঁদেরই। তাহলে ভারতের সেই জল, স্থল এবং আকাশের সেনাবাহিনীর সঙ্গে এ বার নতুন এক ‘হাত’ জুড়তে পারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক? ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার মুখে শোনা গিয়েছে মহাকাশ বাহিনী নিয়ে নয়া ভাবনার কথা। মূলত বায়ুসেনার সঙ্গে সমন্বয় রেখেই এগিয়ে চলেন মহাকাশ সৈনিকেরা। আমেরিকার মহাকাশ বাহিনীর অন্যতম প্রধান কাজ মহাকাশ অভিযানে সাহায্য করা। আমেরিকার বিভিন্ন মহাকাশযানের উৎক্ষেপণে ্অগ্রণী ভূমিকা পালন করে মহাকাশ বাহিনী। এ ছাড়া, প্রয়োজন অনুযায়ী বায়ুসেনার কাজ ভাগ করে নেওয়াও তাদের কাজ। মহাকাশে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলির আগ্রহ অনুযায়ী কাজ করেন ।আমেরিকান মহাকাশ বাহিনীর সদস্যেরা সেই মতোই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ভারতও কি তবে সেনাসজ্জার ক্ষেত্রে আমেরিকার পথেই পা বাড়াবে? আমেরিকান বাহিনীর ধাঁচেই কি ভারতে তৈরি হবে আলাদা মহাকাশ বাহিনী? নাকি দুটো কনসেপ্ট হবে আলাদা? এয়ার চিফ মার্শাল ইঙ্গিত দিয়েছেন শুধু আমেরিকা নয় ফ্রান্সের বাহিনীর সঙ্গে এই পরিকল্পনার মিল রয়েছে। ফরাসি সেনাবাহিনীর বায়ুসেনার নাম বিমান এবং মহাকাশ বাহিনী। সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রেও তেমনই কিছু হতে পারে। এক্ষেত্রে মনে করা হচ্ছে ভারতের ভাবনা খানিকটা আলাদা মহাকাশ বাহিনী হিসাবে আলাদা করে কোনও বাহিনী গড়ার পরিকল্পনা নেই ভারতের। বরং ভারতীয় বায়ুসেনারই একটি অঙ্গ হিসাবে কাজ করার কথা মহাকাশ বাহিনীর বায়ুসেনার তরফে তেমন একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে রাখা হয়েছে। ভারতের মহাকাশ বাহিনী যদি তৈরি করা হয় তাদের কাজ এগজ্যাক্টলি কী হবে সেটা জানা যায়নি। এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version