ভারতীয় রেলে চলন্ত রাজপ্রাসাদ! রহস্যময় এই পাঁচ জিনিসে ফেইল সাত তারা হোটেলও

।। প্রথম কলকাতা ।।

বড় রহস্য লুকিয়ে ভারতের এই ৫ ট্রেনে। ট্রেন তো নয়, যেন চলন্ত রাজপ্রাসাদ। সত্যিই কী এইসব ট্রেনের কোচ খাঁটি সোনায় মোড়ানো? পাতাল ফুঁড়ে জলপ্রপাত- জঙ্গল ভেদ করে কোথায় ছুটে চলে ওই ৫ রহস্যময় ট্রেন? ভাড়া শুনলে মাথা ঘুরে যাবে। ভেতরে যা আছে সেটা আপনার আন্দাজেরও বাইরে। চোখে দেখেছেন কখনও? ভারতের এই দামী ট্রেনগুলোর কাছে সেভেন স্টার হোটেল ও ফেইল। একেই বলে এক্সপেনসিভ ট্রেন। কল্পনা নয়, এটা বাস্তব।

ভারতের সবচেয়ে ৫ দামী ট্রেনের তালিকায় রয়েছে
১. মহারাজা এক্সপ্রেস
২. প্যালেস অন হউইলস
৩. রয়্যাল রাজস্থান অন হুইলস
৪. দ্য গোল্ডেন চ্যারিয়ট
৫. ডেকান ওডিসি
এইসব ট্রেনের ভাড়া লাখ লাখ টাকা। এই ট্রেনে চড়ার টিকিট কাটার টাকায় বাড়ি-গাড়ি, হীরে-জহরত কিনে ফেলা যাবে। কিন্তু কেন এতো ভাড়া? কী আছে এইসব ট্রেনে?

দ্য গোল্ডেন চ্যারিয়ট:

দ্য গোল্ডেন চ্যারিয়ট ট্রেনটা দক্ষিণ ভারতের গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি ভ্রমণে নিয়ে যায়। ৭ রাতের জন্য ভ্রমণ ভাড়া ১,৮২,০০০ টাকা। এই ট্রেনটি সবুজ অরণ্য এবং মনোরম জলপ্রপাতের মধ্য দিয়ে ছুটে চলে। ভ্রমণের সময় ট্রেনের ভিতরে যাত্রী যে কেবল রাজকীয় পরিষেবা পাবেন তা-ই নয়, পাবেন স্পা, চিকিৎসা, বার এবং রেস্তোঁরাও।

মহারাজা এক্সপ্রেস:

IRCTC পরিচালিত মহারাজা এক্সপ্রেস ভারতের সবচেয়ে ব্যয়বহুল ট্রেনগুলির মধ্যে একটি। ট্রেনটি চলে বছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। যাত্রাপথে কভার করে প্রায় ১২টি জায়গা। জায়গাগুলোর বেশিরভাগই শুধুমাত্র রাজস্থানের। ৪ দিন এবং ৩ রাতের জন্য ট্রেনে একজন যাত্রীর একটি ডিলাক্স কেবিনের ভাড়া আনুমানিক ২.৮০ লক্ষ টাকা। কেউ যদি প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করেন, তাহলে এই ভাড়া বেড়ে দাঁড়ায় ১২,৯০০ ডলার বা প্রায় সাড়ে দশ লক্ষ টাকা। ভালো করে জেনে নিন, এই ট্রেনের সেপ্টেম্বর এবং এপ্রিল মাসের ভ্রমণপথের জন্য তালিকায় রয়েছে পাঁচটি জায়গা, যার মধ্যে রয়েছে রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা, জয়পুরে হাতির পোলো ম্যাচে অংশ নেওয়া এবং খাজুরাহো মন্দির পরিদর্শন ইত্যাদি।

প্যালেস অন হুইলস:

রাজকীয় রাজস্থানের গৌরব, প্যালেস অন হুইলস্ট্রে নটির অন্দরসজ্জা ৫ তারা হোটেলের মতোই সুন্দর। এই সজ্জায় রাজস্থানের রাজকীয় সংস্কৃতির আভাস স্পষ্ট। ট্রেন যাত্রা শুরু হয়েছিল ১৯৮২ সালে, সেই সময় এই ট্রেনে ছিল ব্রিটিশ আমলের রাজকীয় কোচ। এতে তৎকালীন রাজ্যের শাসকদের ব্যক্তিগত কোচও থাকত। এই ট্রেন নতুন দিল্লি থেকে যাত্রা শুরু করে, জয়পুর সওয়াই মাধোপুর, চিতোরগড়, উদয়পুর, জয়সলমির, জোধপুর, ভরতপুর এবং আগ্রার মতো শহরগুলিকে কভার করে। আপনি যদি এই রাজকীয় রেলযাত্রার অভিজ্ঞতা নিতে চান, তাহলে এর জন্য ৩,৬৩,৩০০ টাকা ভাড়া গুনতে হবে টাকার অঙ্কটা কিন্তু নেহাত কম নয়।

রয়্যাল রাজস্থান অন হুইলস:

প্যালেস অন হুইলস্-এর পর ২০০৯ সালে ভারতীয় রেল চালু করেছিল রয়্যাল রাজস্থান অন হুইলস্। এই ট্রেনে চেপেও লাক্সারিয়াস ওয়েতে রাজস্থানের শহরগুলো ভ্রমণ করা যায়। তাতে পর্যটকরা রাজস্থানে ৭ দিন ও ৮ রাত ঘোরার সুযোগ পাবেন। অন্যান্য বিলাসবহুল ট্রেনের তুলনায় ভাড়া কিছুটা কম! ডবল শেয়ারিং ডিলাক্স কেবিনের জনপ্রতি ভাড়া ৪,৮৮,২৮০ টাকা।

ডেকান ওডিসি:

প্যালেস অন হুইলস্-এর মডেলে তৈরি হওয়া ডেকান ওডিসি ট্রেনটি চালু করা হয়েছিল মহারাষ্ট্রের পর্যটন আকর্ষণ বাড়ানোর লক্ষ্যে! এই ট্রেন মুম্বই থেকে শুরু করে রত্নাগিরি, সিন্ধুদুর্গ, গোয়া, ঔরঙ্গাবাদ, অজন্তা-ইলোরা নাসিক সহ ১০টি জনপ্রিয় গন্তব্য কভার করে। এই ট্রেনে একটি ডিলাক্স কেবিনের ভাড়া ৪,৭৬,৮৬৯ টাকা। একটি প্রেসিডেন্সিয়াল স্যুটের জন্য ১০,৩২,৪৫০ টাকা দিতে হবে যাত্রীকে। ৫-৫ টা ট্রেনই ঝাঁ চকচকে, ঝলমলে। একেবারে সেভেন স্টার হোটেল ফেইল। ভাড়ার অঙ্কটা শুনলে একটাবার চড়ে দেখার ইচ্ছে জাগবেই।

সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেলের অনেক উন্নতি হয়েছে। কখনও প্রযুক্তিগতভাবে, কখনও আবার পরিষেবায়। কিন্তু তাই বলে এমন রাজকীয় ট্রেন? হ্যাঁ, এটাই আমাদের বৈচিত্র্যময় ভারতবর্ষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version