।। প্রথম কলকাতা ।।
২০২২ সালে ক্যাব বুকিং-এ নজির গড়েছে ভারতীয়রা। বিশেষ করে ক্যাব অ্যাগ্রিগেটর উবের (Uber) সংস্থার গাড়িতে সারা বছর ১১ বিলিয়ন মিনিট সময় খরচ করেছে ভারতীয় ক্যাব ব্যবহারকারীরা। সম্প্রতি ‘A Year In Review: How India Ubered in 2022’ রিপোর্টে এই তথ্য পেশ করেছে ক্যাব সার্ভিস সংস্থা। তাদের দাবি, গোটা ভারতে ক্যাব বুকিংয়ে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই এবং কলকাতা। এই চার শহর থেকে সর্বাধিক ট্রিপ পেয়েছে Uber।
রিপোর্টে জানানো হয়েছে, ২০২২ সালে Uber -এ মোট ১১ বিলিয়ন মিনিট সময় খরচ করার পাশাপাশি ৪.৫ বিলিয়ন কিলোমিটার যাত্রা করেছে ভারতীয়রা। যা সংস্থার দাবি অনুযায়ী পৃথিবী থেকে নাকি নেপচুন গ্রহের যে দূরত্ব তার সমান। তথ্য পরিসংখ্যান বলছে, দিল্লি এনসিআর থেকে সবচেয়ে বেশি ট্রিপ পেয়েছে Uber। অফিস হাওয়ার ট্রিপেও এগিয়ে এই শহর। অফিস হাওয়ার ট্রিপের নিরিখে দিল্লির পরে রয়েছে গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদ এবং গাজিয়াবাদ।
আরও পড়ুন : Best Electric Bikes: 2022 সালের সেরা ইলেকট্রিক বাইক! ঝড় তুলবে রেঞ্জ, এক চার্জে 300 কিমি
Uber ট্রিপে ভারতীয়দের রেকর্ড
ক্যাব সংস্থা জানিয়েছে, বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে সবচেয়ে বেশি বুকিং পাওয়া গিয়েছে এবং সপ্তাহে শনিবার সবচেয়ে বেশি বুকিং হয়েছে। এই সংস্থার যে রাইডটি ভারতীয়রা সর্বাধিক বুকিং করেছে সেটি হল Uber Go (সংস্থার সবচেয়ে সাশ্রয়ী ক্যাব)। তারপরে রয়েছে Uber Auto।
অন্যদিকে দ্রুততম গড় গতির পরিপ্রেক্ষিতে এগিয়ে চণ্ডীগড় এবং দিল্লী। এরপরে রয়েছে আহমেদাবাদ, লখনউ এবং কোচি। হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, গুয়াহাটি এবং কলকাতায় সবচেয়ে কম গতিতে ছুঁটেছে Uber।
আরও পড়ুন : Chat GPT: চ্যাট জিপিটি কী? কীভাবে কাজ করে? নতুন এআই নিয়ে চিন্তায় গুগল
২০২২ সালে ইন্টারসিটি রুটের ক্ষেত্রে শীর্ষে রয়েছে পাঁচটি শহর – মুম্বাই থেকে পুনে, মুম্বাই থেকে নাসিক, দিল্লি থেকে আগ্রা, জয়পুর থেকে চণ্ডীগড় এবং লখনউ থেকে কানপুর। উল্লেখ্য বিষয় হল, চলতি বছরই Uber ভারতের প্রায় প্রতিটি শহরে পরিষেবা বিস্তার করে। পাশাপাশি সংস্থার মতে, করোনা মহামারীর পর শহরগুলি আবারও ব্যবসা-বাণিজ্যর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যার ফলস্বরূপ ২০২২ সালে ভারতীয়রা বড় ভ্রমণ করা শুরু করেছে।
এটি একমাত্র ক্যাব সংস্থা যাদের উত্তর-পূর্ব ভারতের ৭ টি রাজ্যেই উপস্থিতি রয়েছে। ২০১০ সালে ভারতে লঞ্চ হয় Uber। সেই দিন থেকে এখনও পর্যন্ত ভারতের মোট ১২৩ তি শহরে নিজেদের পরিষেবা সম্প্রসারণ করতে পেরেছে সংস্থা।