চীনের গোর্খা চক্রান্তে ইন্ডিয়ান আর্মির বড় ফায়দা! নেপালে ভরসা নেই, নতুন নিয়ম আনছে দিল্লি

।। প্রথম কলকাতা ।।

ইন্ডিয়ান আর্মিকে নেপাল-চীন দুর্বল করার যৌথ চেষ্টা ফেল। ্এবার গোর্খা রেজিমেন্ট নিয়ে বড় স্টেপ নিচ্ছে ভারত। চাই না নেপালী গোর্খাদের। চীনের ছোঁয়া পেয়েই ভুল পথে পা বাড়াল কাঠমান্ডু। গোর্খা রেজিমেন্টে কোন বড় বদল জেনে নিন। এত ভয়ও দেখিও না যে ভয় একসময় শেষ হয়ে যায়। জিনপিং নিশ্চিত ছিলেন এই পন্থায় ভারতীয় আর্মি গোর্খা রেজিমেন্টকে দুর্বল করা যাবে। শি জিনপিংয়ের ষড়যন্ত্র মুখ থুবড়ে পড়ল ফের ভারতের ডিফেন্স মিনিস্ট্রি পাল্টায় পিএলএ অবাক।

চীন কি চেয়েছিল? নেপালী গোর্খাদের পিএলএ আর্মিতে নিয়োগ করতে শুরু করে চীন। এমনকী রাশিয়ার প্রিগোজিনের আর্মিতেও নেপালি গোর্খাদের নিয়োগ শোনা গেছিল। এমনিতেই ভারতীয় সেনার অগ্নিপথ স্কিম নিয়ে কার্যত দ্বন্দ্বে রয়েছে নেপাল। যার জেরে গোর্খা রেজিমেন্টে গত ১ বছর ধরে গোর্খাদের কোনও নিয়োগ সম্ভব হয়নি নেপালের সেই ক্ষোভের আগুনে টন টন ঘি ঢালার কাজটাই করেছে বেজিং। কিন্তু এবার বড় সিদ্ধান্ত দিল্লির। নেপালী গোর্খাদের ফাঁকা জায়গা পূরণ হবে ভারতীয় গোর্খা ও অন্য পাহাড়ি উপজাতিদের দিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, গোর্খাদের দুর্ধর্ষ সাহস, ডিসিপ্লিন
পাহাড়ি কষ্ঠসাধ্য জীবনযাপনের কৌশলই আসল চাবিকাঠি। বলা হয় কোনও ব্যক্তি যদি বলে সে মরতে ভয় পায় না তাহলে হয়ত সে মিথ্যে বলছে নয়ত সে গোর্খা। এই স্পিরিট কিন্তু পাহাড়ি বহু উপজাতিদের মধ্যেই রয়েছে। উত্তরাখন্ড, সিকিম, অরুনাচল প্রদেশ, অসম, দার্জিলিংয়ের গরম রক্তের যুবকদের এবার নেওয়া হবে সেই জায়গাতেই।

যার ফলে ভারতকে আর নেপালের ওপর নির্ভর করতে হবে না৷ বেজিং এত চালাকি করতে গিয়ে আসলে দেখালো নিজেদের উইক পয়েন্ট। অতি উচ্চতায় কাজ করতে গিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন পিএলএ জওয়ানেরা। তাদের অ্যাঙ্গজাইটি অ্যাটাক হচ্ছে এত বেশি চাপে অনেক বেশি দেখভালের প্রয়োজন তাদের। এছাড়াও হাই অল্ডিটিউডে অনেক বেশি ঠান্ডা, লো অক্সিজেন এছাড়াও চিনে জোর করে সেনাবাহিনীতে ভর্তি চাপ সবমিলিয়ে বিশেষ কিছু জায়গায় ব্যর্থ হচ্ছে লালফৌজের দল। তাই শি জিনপিং সরকারে নজর নেপালের ওপর। কিন্তু ভারতীয় সেনার ক্ষতি করতে গিয়ে বরং সুযোগ করে দিল ড্রাগনের দেশ৷ তথ্য বলছে ২০২১ সালে এরকম একটি পরীক্ষামূলক স্টেপ নেওয়া হয়। আর্মির গার্ড রেজিমেন্টে নিয়োগ করা হয়েছিল উত্তরাখন্ডের গারওয়ান ও কুমায়ুন এলাকা থেকে প্রচুর পরিমাণে যুবকদের। এবার দেখার নয়া এই পরিকল্পনা কতটা ফলপ্রসূ হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version