ভারতের এই গ্রামে ইন্ডিয়ান আর্মি ভগবান! মহিলারাই ঘটান আজব কান্ড, মিলিটারি গ্রামের গল্প শুনুন

।। প্রথম কলকাতা ।।

ভারতের মিলিটারি গ্রাম যেখানে ঘটে আজব কান্ড। ইন্ডিয়ান আর্মির নাম জপ করা হয় ঈশ্বরের মতো। এ গ্রামের নারীদের আত্মত্যাগ চমকে দেবে আপনাকে। এ গ্রামে এমন কোনও পরিবার নেই যার সদস্য আর্মির নয়। ভারতীয় সেনার নামে উৎসর্গ একটা গোটা গ্রাম আর সে গ্রামের মানুষ। অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর পাশে মাধবরাম নামের একটা ছোট গ্রাম সেই গ্রামের অলিগলিতে দেখতে পাবেন জাতীয় পতাকা সারি সারি এখানে কোনও পরিবার থেকে ভারতীয় না গেলে নিন্দা হয় রীতিমত। অন্ধ্রপ্রদেশের মাধবরামের প্রতিটা নিশ্বাসে থাকে ভারতের নাম।

শোনা যায় মাধবরামে শিশুদের ছড়া সেখানোর আগেই শেখানো হয় ভারতের জাতীয় সঙ্গীত। সকলেরই একটাই মন্ত্র বড় হয়ে করতে হবে দেশের সেবা। ভারতে এমন কোনও যুদ্ধ হয়নি যেখানে প্রাণ দেননি মাধবরামের ভূমিপুত্ররা। প্রথম বিশ্বযুদ্ধ থেকে ইন্দো-চিন যুদ্ধ। ১৯৬৫ ও ১৯৭১ এর পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ। ১৯৯৯ সালের কার্গিলের যুদ্ধ এ গ্রামের জওয়ানরা দেশের তেরঙ্গার মান রেখেছে সদাসর্বদা। গ্রামের মাঝ বরাবর রয়েছে একট শহীদ স্তম্ভ যা গ্রামবাসীকে প্রতিটা মূহুর্তে মনে করায় তাদের জীবনের উদ্দেশ্যে। তথ্য বলছে ৭০০০ জনবসতির মাধবরাম গ্রামে ৫০০ জন ভারতীয় আর্মি ২০০ জন ভারতীয় বায়ুসেনা। ১৫ জন জওয়ান রয়েছেন ইন্ডিয়ান নেভিতে।

শোনা যায় মাধবরাম গ্রামে এই দেশভক্তি ও উদ্যমের নেপথ্যে আসলে রয়েছে গ্রামের মা-বোনদের আত্মবলিদান। তারাই গ্রামের শিশুদের ছোট থেকে এমনভাবে তৈরি করেন যাতে দেশভক্তি হয় তাদের জীবনের শেষ কথা। তাতে নিজেদের যতই কষ্ট সহ্য করতে হোক না কেন। কোনও বধূর স্বামী দেশের জন্য প্রাণ দিলে তিনি হয়ে যান গ্রামের গর্ব। সন্তানরা শপথ নেন তারাও হাঁটবেন বাবার পথেই। শুধু অন্ধ্রপ্রদেশ কিন্তু নয় মহারাষ্ট্রের সিতারার আপসিংহে গ্রামকেওও বলা হয় সেনা গ্রাম সেখানেও প্রতি ঘরে ঘরে জন্ম নেন দেশের যোদ্ধারা যারা দেশের জন্য জীবন বলিদান দিতে হলে দুবারও ভাববেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version