ভয়ঙ্কর অস্ত্র নামাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, বড় অপারেশন ? মিগ ২১ রিপ্লেস!

।। প্রথম কলকাতা ।।

স্পেশ্যাল অপারেশনের ছক ভারতের? মিগ ২১ রিপ্লেসের ডিসিশন। বড় কিছু ঘটতে চলেছে! অভিনন্দন বর্তমান কে মনে আছে তো? লাখের মধ্যে এক ভারতের পছন্দ। চোখ আছে, মানতে হবে। এবার সবথেকে ভয়ঙ্কর অস্ত্রটা নামাবে ইন্ডিয়ান এয়ারফোর্স। বড় প্ল্যান ভারতের? এবার রিটায়ারমেন্ট এর পালা। অভিনন্দনের মিগ ২১ সরছে।রিপ্লেস করলো লাইট কমব্যাট এয়াক্র্যাফ্ট তেজস মার্ক-১ এ। কিন্তু যে মিগ ২১ এ এতো ভরসা রাখতো ভারত? হঠাৎ করে কী এমন ঘটলো যে পুরো বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত?

ইন্ডিয়ান এয়ারফোর্স এর মিগ-২১ যুদ্ধবিমানগুলো জরাগ্রস্ত। গত কয়েক বছরে একের পর এক মিগ ২১ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। বহু পাইলট এর মৃত্যু হয়েছে। তাই, প্ল্যান মাফিক মিগ-২১ যুদ্ধবিমানের একের পর এক স্কোয়াড্রনকে বসিয়ে দেওয়া হচ্ছে। ২০২৫ সালের মধ্যে মিগ ২১ কে পুরোপুরি বসিয়ে দেওয়া হবে। বলতেই হচ্ছে হাল্কা ও দ্রুতগতির যুদ্ধবিমান তেজস ভারতের জন্য একদম পারফেক্ট চয়েস। যাকে বলে দুর্ধর্ষ, পাওয়ারফুল।লাইট কমব্যাট এয়াক্র্যাফ্ট তেজসের অস্ত্রবহন ক্ষমতা, নেভিগেশন ক্ষমতা, বহুমুখী মারণ ক্ষমতার ভয়ে কাঁটা শত্রুদেশ। ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতেই এবার তেজসে ভরসা রাখছে ভারত। আর খুব বেশি সময় নেই। তেজস হাতে পেতে অলরেডি হ্যালকে কয়েক হাজার কোটি টাকার বরাত দিয়ে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স।

বিশেষজ্ঞদের মতে, একদম ঠিক পথে এগোচ্ছে ভারত। চীন ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ইন্ডিয়ান নেভির নিজস্ব স্কোয়াড্রন, বিমানবাহী যুদ্ধজাহাজ, আর ইন্ডিয়ান এয়ারফোর্স এর চাহিদা পূরণ করতে তেজস জরুরীভিত্তিতে দরকার। ভারতীয় প্রযুক্তিতে তৈরি উন্নতমানের তেজস প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, নিরাপদ। জানা যাচ্ছে, ইন্ডিয়ান এয়ারফোর্স সিদ্ধান্ত নিয়েছে ১০০র বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন ‘এলসিএ মার্ক-1এ’ যুদ্ধবিমান কিনবে হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড মানে হ্যালের থেকে৷ তেজস ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন করতে চলেছে। তার পর আগামী ১৫ বছরের মধ্যে ৪০টি এলসিএ, ১৮০-র বেশি এলসিএ মার্ক-১এ, ১২০ র বেশি এলসিএ মার্ক-২ যুদ্ধবিমান সামিল হবে। তবে আজ নয়, অনেক আগেই মিগ ২১ যুদ্ধবিমানের সবকটি স্কোয়াড্রনকে অবসরে পাঠানোর কথা ছিল। কিন্তু, তেজস দেরীতে অন্তর্ভুক্তির কারণে মিগ ২১ ব্যবহার করে যেতে হয়েছে।

জানিয়ে রাখি গত শতাব্দীর ছয়ের দশকে, প্রথমবার মিগ-২১ যুদ্ধবিমানগুলিকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়। ১৯৬৩ সালে ভারত প্রথম একক ইঞ্জিনের মিগ ২১ পেয়েছিল। ৬০ বছরে মিগ-২১ বিমান ভারতীয় বিমানবাহিনীর প্রধান ভিত্তি হয়ে উঠেছে। ২০১৯ সাল পর্যন্ত মোট ১,২০০টিরও বেশি মিগ যুদ্ধবিমান আইএএফ এর অন্তর্ভূক্ত হয়েছিল। দীর্ঘদিন ধরে যে যুদ্ধবিমানগুলি পরিষেবা দিয়েছে কিন্তু, ওই আগেই বলেছি সোভিয়েত যুগের এই যুদ্ধবিমানগুলো সম্প্রতি একের পর এক নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় পড়েছে-ফেলেওছে। তবে মনে করিয়ে দিই, ২০১৯ এর ফেব্রুয়ারিতে বালাকোটে পাক জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের আত্মঘাতি হামলায় কেঁপে ওঠে উপত্যকা। প্রাণ হারান ৪০ জন সেনা জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তারপরই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। মিগ২১ যুদ্ধবিমানের সাহায্যে পাকিস্তানের এফ১৬ ধ্বংস করে ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান।ৎএবার সেই মিগ ২১ ভারতের বুক থেকে হারিয়ে যাবে! বসে যাবে অভিনন্দনের স্কোয়াড্রনও। বুক ফুলিয়ে শত্রুনাশ করবে তেজস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version