Global Forum on India-UAE: ভারত-UAE সম্পর্ক শুধু পরিবর্তিত বিশ্বে টিকে থাকবে না, এটি গঠনেও ভূমিকা রাখবে

।। প্রথম কলকাতা ।।

Global Forum on India-UAE: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার দুবাইতে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ২০২২ এর উদ্বোধন করেন। এটি মূলত একটি পাঁচ দিনের ইভেন্ট যা ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং সারা বিশ্বের বিশিষ্ট রাজনৈতিক, ব্যবসায়িক, সংস্কৃতিক ব্যক্তিত্বদের একত্রিত করবে। ইন্ডিয়া গ্লোবাল ফোরাম উভয় দেশের ব্যবসা এবং উদ্যোক্তাদের জন্য একটি সুযোগ প্রদান করেছে। অনুষ্ঠানটি হবে ১২ থেকে ১৬ই ডিসেম্বর দুবাই এবং আবুধাবিতে। ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক পরিবর্তনশীল বিশ্বকে গঠন করতে সাহায্য করবে এমনটাই জানিয়েছেন এস জয়শঙ্কর। এই আলোচনায়, মূলত ভারতের জি-টোয়েন্টি প্রেসিডেন্সি, ইউএই এর কপ ২৮ আয়োজন, রাজনৈতিক পরিবর্তন, বিশ্ব বাণিজ্য অর্থনীতি এবং স্থিতিশীলতার উপর তাদের প্রভাব নিয়ে আলোচনা করবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মধ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারের সাথে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করা হবে। এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভাবে অংশ গ্রহণ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইউএই প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ডঃ আনোয়ার মোহাম্মদ গারগাস।

এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জলবায়ু উপর দৃষ্টি নিবন্ধন করা হয়েছে। বিশ্বব্যাপী উদ্যোগগুলোকে অর্থায়নের জন্য উন্নত বিশ্বের দায়িত্ব, উভয় দেশের প্রযুক্তির উত্থান, যৌথ জলবায়ু পদক্ষেপ এবং আরামদায়ক ও সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়ে আলোচনা করা হয়। ড: আনোয়ার জানান, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে গত ১৫ বছর ধরে স্থায়িত্বে বিশ্বাস করে। দেশটি সৌর খাতে প্রচুর বিনিয়োগ করেছে। এখন দেশটি কপ ২৮ এর অপেক্ষায় আছে। যেখানে আশা করা হচ্ছে এর ফলে অনেক কিছু পাওয়া যাবে।

ড: জয়শঙ্কর উল্লেখ করেছেন, প্রাকৃতিক প্রযুক্তি জাতীয়ভাবে ব্যবহার করা হবে। যেখানে বিশ্বায়ন সহযোগিতামূলকভাবে কাজ করবে। ড: আনোয়ারও প্রযুক্তিতে বিনিয়োগের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুই দেশের লক্ষ্য হলো ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের দ্বিপাক্ষিক বাণিজ্য করা। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হল ড: জয়শঙ্করের বক্তব্য। যেখানে তিনি কোভিড, জলবায়ু এবং সংঘাতের মতো বিষয়গুলির কারণে বিশ্বব্যাপী ভবিষ্যতের অস্থিরতা সম্পর্কে কথা বলেছেন। এই চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করার জন্য ভারত আর সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা তিনি নির্দেশ করেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version