Aditya L1: ফের ইতিহাস গড়ার পথে ভারত, শনিতেই সূর্যে পাড়ি দিল আদিত্য

।। প্রথম কলকাতা ।।

Aditya L1: ইতিহাসে আরও এক নতুন অধ্যায় সূচনা করলো ইসরো। বিজ্ঞানীদের সঙ্গে দুরু দুরু বুকে ভারতবাসী আজ অপেক্ষা করছিলেন দেশে প্রথম সূর্য অভিযান শুরু হয়ে গেল। সফল উৎক্ষেপণের অপেক্ষায় ছিলাম আমরাও এই অভিযানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বাজি রেখেছে আদিত্য এল১ মহাকাশযানের উপর। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এর উৎক্ষেপণ করা হল। সূর্য অভিযানের কয়েক সপ্তাহ আগেই চন্দ্রাভিযানে সাফল্যের মুখ দেখেছে ভারত। ২৩ আগস্ট চাঁদের মাটিতে নেমেছে ইসরো চন্দ্রযান ৩। তবে সূর্যের কাছাকাছি যাওয়ার চিন্তা ভারতের কাছে প্রথম।

২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল ভারতের আদিত্য এল ১ মিশন। এই মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা সূর্যের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে নতুন তথ্য পাওয়ার আশা করছেন। আদিত‍্য এল ১কে পৃথিবীর থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার দূরে প্রথম ল‍্যাগারেঞ্জ পয়েন্টে স্থাপন করা হবে। মহাকাশের এই অংশ থেকে প্রথমবার সূর্য সম্পর্কিত একাধিক তথ্য প্রেরণ করবে এই মহাকাশযান।আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে উৎক্ষেপণ করা হল আদিত্য এল১ স্যাটেলাইট। এটি সরাসরি সূর্য পর্যন্ত যাবে না। তবে নির্দিষ্ট দূরত্বে একটি জায়গায় পৌঁছে সেখান থেকেই সূর্যের ওপর নজর রাখবে আদিত্য। গন্তব্যে পৌঁছতে কতদিন সময় লাগবে এই সৌরযানের?

চন্দ্রযান ৩-এর সাফল্যে যখন গোটা দেশ ভাসছে, তখনই পরবর্তী অভিযানের জন্য তৈরি হতে শুরু করে ইসরো। তবে এই সৌরযান সরাসরি সূর্যে গিয়ে অবতরণ করবে না। তবে সূর্যের থেকে কিছু দূরত্বে থেকেই সূর্যের বিষয়ে খতিয়ে দেখবে এটি।  পিএসএলভি রকেটে চেপেই এটি মহাকাশের উদ্দেশে পাড়ি দিল। এদিকে স্বভাবতই চাঁদে পৌঁছতে যত সময় লেগেছিল, তার থেকে বেশি সময় লাগবে এই অভিযানের গন্তব্যে পৌঁছতে। কারণ চন্দ্রাভিযানের তুলনায় চারগুণ বেশি পথ অতিক্রম করা হবে এই অভিযনে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর ইউআর রাও স‍্যাটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই আদিত্য এল১ স্যাটেলাইট। মহাকাশে ঘুরে ঘুরে সূর্য সম্পর্ক নানা তথ্য ইসরোর বিজ্ঞানীদের পাঠাবে আদিত্য এল১। উল্লেখ্য, সূর্যের তথ্য পেতে এই প্রথম কোনও কৃত্তিম উপগ্রহ মহাকাশে পাঠালো ইসরো।

এই মিশন সফল হলে ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক।  জানা গিয়েছে, উৎক্ষেপণের পর এই উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে বেশ কয়েকবার। তারপর এই বিশ্বের মায়া কাটিয়ে এটি সূর্যের দিকে পাড়ি দেবে।  সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছতে এই আদিত্যকে মহাকাশে পাঠানো হবে বলে জনা গিয়েছে। পৃথিবী থেকে এই স্থান ১৫ লাখ কিলোমিটার দূরে। এখান থেকে সূর্যের নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত কছেন বিজ্ঞানীরা। এই ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছলে গ্রহণ-বিহীনভাবে সূর্যের ওপর নজরদারি চালাতে পারবে আদিত্য। গন্তব্যে পৌঁছতে আদিত্য এল১-এর লাগবে প্রায় চার মাস বা ১২৫ দিন।    ইসরো আরো জানিয়েছে মহাকাশের পরিবেশ, আবহাওয়া এবং তার উপর সূর্যের কি প্রভাব পড়ে, সেসব পর্যবেক্ষণ করার চেষ্টা করবে আদিত্য এল ১। এর ফলে সূর্য সম্পর্কে বহু অজানা তথ্য বিজ্ঞানীরা জানতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version