FICCI: ভারত বিশ্বের উন্নয়নের ইঞ্জিন, চমক ২০২৭ এ! পিছনে পড়ে থাকবে চীন

।। প্রথম কলকাতা ।।

FICCI: ‘ভারত হল বিশ্বের উন্নয়নের ইঞ্জিন’, গুরুত্বপূর্ণ কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী। গত এক দশকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে বোঝা যাবে, ভারত ঠিক থেকে কতটা এগিয়ে। বিদেশি পরাশক্তি গুলোর সঙ্গে প্রতিরক্ষা খাত থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যে, দেশের অগ্রগতি চোখে পড়ার মতো। সম্প্রতি অর্থনৈতিক অগ্রগতি নিয়ে FICCI AGM-এ বক্তৃতা দিয়েছেন রাজনাথ সিং। তখনই ভারতের প্রশংসা শোনা গেল তাঁর মুখে।

শনিবার FICCI -এর ৯৬তম AGM-এ ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই দিন তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলেন। তাঁর কথায়, আজ ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি, তাই এটি স্বাভাবিক যে ভারতের অর্থনৈতিক অগ্রগতি অন্যান্য দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও প্রভাব ফেলবে। এই কারণেই ভারতকে আজকের সময়ের গ্রোথ ইঞ্জিন বলা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, ভারত আজ বিশ্বের শীর্ষ পাঁচটি অর্থনীতির মধ্যে রয়েছে। বহু বিশেষজ্ঞের মতে, ২০২৭ সালের মধ্যে ভারত শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকব। বিশ্বের শীর্ষ রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসও বলেছে যে ভারত আজ বিশ্বের বৃদ্ধির ইঞ্জিনের ভূমিকা পালন করছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উন্নয়নের গতি মন্থর হবে এবং ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। প্রশংসা করেছেন পীযূষ গয়ালও।

এর আগে শুক্রবার, FICCI AGM-এ ভাষণ দেওয়ার সময়, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য সরকার ও শিল্প-কারখানা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, ভারত ইতিমধ্যে বিশ্বের শীর্ষ পাঁচটি অর্থনীতিতে যোগ দিয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৬০০ বিলিয়ন ডলার। বিনিয়োগকারীরা ভারতে আসছেন, তার মানে ভারতীয় অর্থনীতিতে আস্থা বেড়েছে। বিদেশি ব্যাংকাররা ভারতীয় মুদ্রাকে বিশ্বের সবচেয়ে নিরাপদ বলছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version