Chandrayaan-3: মহাকাশে মানুষ পাঠাচ্ছে ভারত! চন্দ্রযান- ৩এ পুরোনো ভুল নয়, ফের চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিং কেন?

।। প্রথম কলকাতা ।।

Chandrayaan-3: চাঁদে ফের পা রাখতে চলেছে ভারত ব্যর্থতা থেকে বড় শিক্ষা। মোদীর কাঁধে শিভানের কান্নার ছবি। ISRO-র গোটা বাজেট দেখে অবাক বিশ্ব এত কমেও সম্ভব। রাকেশ শর্মার পর এবার মহাকাশে নভশ্চর পাঠাবে ISRO! আপনি একজন ভারতীয় হলে ১৩ জুলাই তারিখটা নোট করে রাখুন। 3..2..1 আবার চাঁদের বুড়ি দেখার কাউন্টডাউন শুরু৷ একজন সত্যি ভারতবাসী হলে এই খবর মিস করার কথা নয় আপনার।

ভারত অতীত থেকে শিক্ষা নেয় যত ব্যর্থতা ততই জোরদার সফলতা। এবারের ভারতের মিশন চন্দ্রযান- ৩ নতুন করে বুক বাঁধছে দেশ। এবার সফল অবতরণ হলে আপনার-আমার দেশ ইতিহাস গড়বে। শুধু তাই নয় NASA-ISROর সম্প্রতি চুক্তির কথা জানা আছে। চন্দ্রযান- ২র ফেল হওয়ার মাত্র ৪ বছরের মধ্যে কারিশ্মা দেখালো ইসরো। ৭ সেপ্টেম্বর ২০১৯ চন্দ্রযান ২ তে যে ভুল হয়েছিল এবার আর তা হবে না। হাতে আর মাত্র কটা দিন ১৩ জুলাইয়ের জন্য আপনি প্রস্তুত তো? রাকেশ শর্মার পর মহাকাশে পাড়ি দেবেন কোন ভারতীয়? নামটা শুনতে চান! তার আগে মিশন চন্দ্রযান- ৩ এই পয়েন্টটা মিস করবেন না।

২০১৯ ব্যর্থতার পরও কেন এবার চাঁদের দক্ষিণ মেরুতেই অবতরণ করবে চন্দ্রযান-৩ও? আমেরিকা রাশিয়া যা পারেনি ভারত পারবে? এই মিশনটির জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৬১৫ কোটি টাকা। এখানেই বিশ্বকে আরও একবার অবাক করে দিল ভারত অবাক করে দিল ISRO, চাঁদের রহস্যময় দক্ষিণ মেরু ৪.২ কিলোমিটারের চাঁদের এই দক্ষিণ মেরুতে রয়েছে বড় বড় গর্ত। আমেরিকা, জাপান, চিন রাশিয়া চাঁদের এই দক্ষিণ মেরুতে যাওয়ার জন্য হত্যে দিয়ে পড়ে রয়েছে এই গর্তে নাকি কয়েকশ কোটি বছর ধরে পৌঁছয় না সূর্যের আলো।

বিশেষজ্ঞরা আগেও বলেছিলেন এবারও বলছেন মহাকাশ বিজ্ঞানীরাও জানেন চাঁদের দক্ষিণ মেরু অভিযান মোটেও সহজ কাজ নয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যদি সফল হয় নিঃসন্দেহে মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে যাবে। মিশন মঙ্গল৷ শুনেছেন তো মাত্র ৭৩ মিলিয়ন ডলারের খরচে মঙ্গলে পৌঁছে চমকে দেয় বিশ্বকে। যেখানে এই বিষয়ের ওপর বানানো সিনেমা দ্য মার্সিয়ান বানাতে খরচ হয়েছিল ১০৮ মিলিয়ন ডলার।

এবার যে খবর উঠে আসছে আরও বড় নিউজ ভারতের জন্য, ভারতীয়দের জন্য এবার এবার ISRO-ই মহাকাশে পাঠাবে মানুষ। এবারের মোদী ওয়াশিংটন সফরে হয়ে গিয়েছে তেমনই চুক্তি। জানা যাচ্ছে, ISRO একটি তিন দিনের মিশনের পরিকল্পনা করেছে। যেখানে ভারতীয় মহাকাশচারীদের ভারতীয় রকেটে মহাকাশে পাঠানো হবে এবং পৃথিবীতে ফিরিয়ে আনা হবে ভারতীয় নভশ্চরদের NASA দেবে সেই ট্রেনিং। কাদের নামে লেখা হবে সেই ইতিহাস? এখনও সে নাম প্রকাশ্যে আসেনি৷ তবে ভালো করে শুনে রাখুন আগামী ১৩ জুলাই দুপুর আড়াইটে নাগাদ একমাত্র উপগ্রহের উদ্দেশে উড়ে যাবে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল থেকে যার নাম মার্ক-৩, একটা গুড নিউজের জন্য রেডি থাকুন এবার৷ যা হবে আপনার আমার এদেশের গর্বের৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version