Indian aircraft: ৫জি ফাইটার জেট আনছে ভারত, বুক চিড়ে বের হবে মিশাইল! হাতে এল সিক্রেট প্রযুক্তি

৷৷ প্রথম কলকাতা ৷৷

Indian aircraft: ফিফথ জেনারেশন ফাইটার জেট উড়তে চলেছে ভারত আকাশে৷ ভারত একবার তৈরি করে ফেললে বিশ্বে অনন্য ভাবমূর্তি তৈরি হবে ভারতেরই৷
ডেঞ্জারের আরেক নামই হল AMCA৷ ভারত সত্যিই করে দেখাচ্ছে৷ বিশ্বের মাত্র ৩ টে দেশে থাকা সিক্রেট প্রযুক্তি এবারের ভারতের মাটিতে৷ ভারত তৈরি করে ফেলছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট৷ একেবারে দেশীয় হবে এই যুদ্ধবিমান৷ ভারতের বায়ুসেনার শিকার হবে ড্রাগন আর ড্রাগনের গোলাম পাকিস্তান৷

ভারত নিজের চাহিদা পূরণ করতে পঞ্চম প্রজন্মের AMCA (অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট) ফাইটার জেট তৈরির গোটা টেকনোলজি আবিষ্কার করে ফেলেছে৷ জাপানও এখন সেই পথেরই পথিক৷ মাল্টিরোলের কাজ করবে এই ফাইটার জেট৷ এর মানে এয়ার টু এয়ার শুধু নয় এয়ার টু গ্রাউন্ডও হবে কাজ৷ সোজা কথায় হবে বোম্বারের কাজ করবে৷ কিন্তু সেই ওয়েপন কেউ দেখতে পাবে না৷ ফাইটার জেটের বুক চিড়ে বের হবে মিশাইল৷ বিশ্বাস করুন চিনে এই ফাইটার জেট ঢুকে গেলেও তারা টের পাবে না কারণ জিওম্যাট্রি স্টেলথ প্রযুক্তি৷ সিঙ্গেল পাইলট শুধু নয় পাইলট ছাড়াও চালানো যাবে এই যুদ্ধবিমান গ্রাউন্ডে বসেই৷ একেবারে হাই টেকনলজির এয়ারক্রাফট৷ কিন্তু কেন এতদিন সময় লেগে গেল ভারতের এই প্রযুক্তি তৈরি করতে?

চিন- আমেরিকা- মহাবলি রাশিয়ার কাছে রয়েছে এই লড়াকু বিমানে প্রযুক্তি৷ চিন দাবি করে তাদের জে-২০ ফিফথ জেনারেশনের লড়াকু বিমান৷ তাহলে এবার ভারতের চোখে চোখ রেখে কথা বলার সময় চলে এল৷ আমেরিকার এর-২২ র‍্যাপটরের মতোই দেখতে পাকিস্তানের যমদূত ভারতের হাতে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী দেখেছিলেন তেজসের স্বপ্ন৷ আর নমো দেখলেন আর সত্যিও করতে চলেছেন এই ব্রহ্মাস্ত্রের স্বপ্ন৷ AMCAর সেন্সর বুঝে যেতে পারে আকাশে ওড়াকালীন তার ওপর কোনও হামলা হওয়ার আগেই৷ কত দাম পড়বে জানেন? বলা হচ্ছে এর অ্যাপ্রক্স দাম পড়বে ১৫ হাজার কোটি টাকা৷

এলএসিতে ভারত-চিনের মাঝে হাইটেনশন৷ এলওসিতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা দিনদিন বাড়ছেই৷ হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড ২০১৯ থেকেই ১০০টা AMCA তৈরির কাজ শুরু করে দেয়৷ ২০২৪ টার্গেট করা হয়েছে৷ হয়ত সেই বছর দেশবাসী প্রথম আকাশে পরীক্ষামূলকভাবে দেখতে পাবে ফিফট জেনারেশনের ফাইটার জেটকে৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version