ভারত হিন্দু রাষ্ট্র হচ্ছে শীগগিরই! ২০২৪ এই বড় চমক না তো ? একসুরে মোদী-যোগী-শাহ

।। প্রথম কলকাতা ।।

ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার তারিখ রেডি হচ্ছে?
যোগীকে আনা হবে ফ্রন্টফুটে কারণ আছে বড়সড়। আরএসএস কঠোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিজেপিকে?
২০২৪ এ বিজেপি সরকার কেন্দ্র ক্ষমতায় এলেই কি হিন্দুরাষ্ট্র ঘোষণার চরম স্টেপ? কতদূর এগোলো কাজ? ইউনিফর্ম সিভিল কোড এখানে বড় ম্যাটার। হিন্দুস্থান মানে হচ্ছে হিন্দু রাষ্ট্র আর এটাই ধ্রুব সত্য। নাগপুরে দাঁড়িয়ে জোর গলায় ঠিক এটাই কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন। আরএসএস প্রধান মোহন ভাগবত
তার অনেক আগে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যোগী আদিত্যনাথ এবার সেই পথেই ধীরে ধীরে এগোচ্ছে নাকি দেশ? ২০২৪ লোকসভা নির্বাচনের ঠিক হাতে গোনা কটা মাস আগে ভাগবতের এধরণের বক্তব্যের কী কোনও গোপন বা অন্তর্নিহিত অর্থ ছিল নাকি?

২০২৪ এর আগে নাকি বিজেপি ফের কেন্দ্রে ক্ষমতায় আসার পর হিন্দু রাষ্ট্র ঘোষণার দিকে দ্রুত এগোবে আরএসএস? হায়দরাবাদের বিজেপি এমএলএ টি. রাজা সিংয়ের দাবি ছিল ‘হিন্দুরা দেশটিকে ‘অখন্ড হিন্দু রাষ্ট্র’ করার দাবি করছে। যদি ৫০টির বেশি ইসলামিক দেশ এবং ১৫০টিরও বেশি খ্রিস্টান দেশ থাকতে পারে তবে কেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা যাবে না যেখানে হিন্দুরা তার ১০০ কোটি জনসংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ?’ কিন্তু নরেন্দ্র মোদী বা শাহের মুখে কেন শোনা যায় না ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার কথা? নাকি তারা মুখে নয় কাজে করে দেখাতে চান আসলটা? তবে হিন্দু রাষ্ট্র নিয়ে সরাসরি কোনও কথা না বললেও ইউনিফর্ম সিভিল কোড ও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী আর সেখানেই বিশেষজ্ঞদের দাবি ছিল
একবার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশে লাগু হলেই ভারতরে হিন্দু রাষ্ট্র ঘোষণা করায় আর কোনও বাধা কোনও বিপত্তি থাকবে না। অভিন্ন দেওয়ানি বিধি মানে সব ধর্মের জন্য সমান আইন একটাই আইন
শিখ, মুসলিম, খ্রীস্টান সকলকেই মানতে হবে একটাই আইন। সেখানে কোনও শরিয়তি বা অন্য আইন চলবে না।

এখানেই সবথেকে বড় পয়েন্ট রয়েছে যেটা মিস করবেন না অযোধ্যায় রামমন্দির ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের মতোই দেশে এই অভিন্ন দেওয়ানি বিধি চালু পরিকল্পনা বিজেপির ইস্তেহারে রয়েছে। তাই আজ নয় হোক কাল বিজেপির সরকার থাকলে এটা হবেই হবে। বিশেষজ্ঞদের দাবি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার সিগন্যালটা এই আবহে দিয়েছিলেন উত্তরপ্রদেশের হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ। ২০১৭ সালে যোগী প্রথম বলেছিলেন যদি এধরণের সিদ্ধান্তে দেশের জনগনের ও দেশের ভালো হয় তাহলে এধরণের সিদ্ধান্তে কোনও ভুল নেই। এরপর ২০২৩ ১৫ ফেব্রুয়ারি একটা টুইটে যোগী লেখেন ভারত হিন্দুরাষ্ট্র কারণ ভারতের সব নাগরিক হিন্দুই। ভারত হিন্দুরাষ্ট্র ছিল আর আগামীতেও থাকবে।

অনেকেই বলেছিলেন এমনি এমনি নিশ্চয় এধরণের কথা বলবেন না যোগী? নেপথ্যে কোনও কারণ তো থাকবেই। নরেন্দ্র মোদী নয়া সংসদ ভবনে যখন পুজোর পর সেঙ্গলকে স্থাপন করেন তখনও বেশ কিছু মহলের দাবি ছিল এই তো ধীরে ধীরে হিন্দুরাষ্ট্রের গন্তব্যে পৌঁছচ্ছে ভারত। বিজেপি ও সঙ্ঘের তাবড় তাবড় নেতাদের মতে একবার ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে যেতে পারলে হিন্দুরাষ্ট্রের ইস্যু যে পিকআপ নেবে তাতে সেই দিন আর বেশি দূরে নেই। যখন নেপালের পর ভারত হবে সবথেকে বড় হিন্দু রাষ্ট্র। কবে ইউসিসি লাগু হওয়ার কাজ শুরু হয় সেটাই দেখার।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version