Cervical Cancer Vaccine: ক্যান্সারের টিকা তৈরি করল ভারত, বাজারে মিলবে ফেব্রুয়ারি থেকেই

।। প্রথম কলকাতা।।

Cervical Cancer Vaccine: ক্যান্সারের মতো মারণ রোগ প্রতিরোধ করার জন্য ভারতে দুই ধরনের ভ্যাকসিন ডোজ উপলব্ধ ছিল। কিন্তু সেগুলি তৈরি করা হতো বিদেশের মাটিতে। তবে এবার ভারত নিজস্ব ভ্যাকসিন বাজারে আনতে চলেছে। এই ভ্যাকসিন তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট। ভারতের প্রথম HPV রোধক ভ্যাকসিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে বাজারে যে বিদেশি ভ্যাকসিন গুলি মিলছে তার থেকে অনেক কম দামে ভারতের নিজস্ব এই ভ্যাকসিন (Vaccine) পাওয়া যাবে বলেই জানানো হয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, প্রথম দেশের কোন সংস্থায় প্রস্তুত করা এই এইচপিভি ভ্যাকসিনের প্রতি শিশির দাম দাঁড়াবে ২০০০ টাকা। যেখানে এখন ভারতে বিদেশে নির্মিত একটি সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনের দাম হল প্রতি ডোজ পিছু ২৮০০ টাকা। এই ধরনেরই আর একটি ভ্যাকসিনের প্রতি ডোজ পিছু দাম ৩২৯৯ টাকা। ভারতীয় সংস্থার প্রস্তুত করা এই ভ্যাকসিন ভারতীয়দের ক্যান্সার প্রতিরোধ করতে অনেকটাই সাহায্য করবে এবং ক্যান্সারের চিকিৎসা করা বেশ সহজ হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। সিরাম ইনস্টিটিউটকে গত বছরের জুলাই মাসেই ডিসিজিআই ছাড়পত্র দেয় এই এইচপিভি রোধক ভ্যাকসিন তৈরি করার জন্য। ফেব্রুয়ারি থেকেই এটি বাজারে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

ন্যাশনাল টেকনোলজি অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন এর কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন ডক্টর এন কে আরোরা জানিয়েছেন, ভারতের তৈরি এই এইচপিভি রোধক ভ্যাকসিনটি অত্যন্ত কার্যকরী হতে চলেছে। কারণ সার্ভাইক্যাল ক্যান্সার হওয়ার পেছনে একটি নির্দিষ্ট ভাইরাসের হাত থাকে। সেই ভাইরাসটির বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলা যায়, তাহলেই নিরাপদে থাকা যাবে। আর সেই প্রতিরোধ গড়ে তোলার কাজটি করবে সার্ভাভ্যাক (CERVAVAC) নামক এই ভ্যাকসিনটি।

সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে স্কুলে স্কুলে এইচপিভি টিকা দেওয়ার প্রকল্প শুরু হবে। আর এই প্রকল্পটি চলবে জাতীয় টিকাকরণ কর্মসূচির অধীনে। আগামী জুন মাস থেকেই স্বাস্থ্যমন্ত্রক ৯-১৪ বছর বয়সি মেয়েদের জন্য টিকাকরণের ব্যবস্থা করতে চলেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version