শত্রুদের থেকে ১ লক্ষ কোটি পেল ভারত! মোদী সরকারের নতুন আইনে বড় লাভ

।। প্রথম কলকাতা ।।

শত্রুদের থেকে ১ লক্ষ কোটি টাকা পেল ভারত। চীন-পাকিস্তান নয় ভারতের ভেতরেই এখনও রয়েছে শত্রুরা এনিমি প্রপারটি অ্যাক্ট কী জানেন? যে স্টেপ একবার নিলে বড় লাভ হয় ভারত সরকারের? দেশভাগের সময় পাকিস্তান ছেড়ে যারা ভারতে এসেছিলেন তাদের জমি- সম্পত্তি-বাড়ি ঘরদোরের কী করেছে পাক সরকার? ভারতের তরফে এবার নেওয়া হয়েছে বড়সড় স্টেপ দেশে কি ফের নয়া কোনও আইন এল? ভারতের শত্রুদের সম্পত্তি বিক্রি করে ১ লক্ষ কোটির লাভ হয়েছে ভারত সরকারের। ইকোনমিক টাইমসের রিপোর্ট দিচ্ছে এমনই তথ্য। কিন্তু এই শত্রুরা কারা যারা ভারতে সম্পত্তি কিনেছে? আর তাদের সম্পত্তি সরকার এভাবে বিক্রিও করে দিতে পারছে কিন্তু তাদের বাধা দেওয়ার কোনও অধিকার নেই।

ক্ষমতায় আসার পরই বেদখল হওয়া সম্পত্তির নিষ্পত্তি নিয়ে সক্রিয় হয়েছিল মোদী সরকার। ২০১৮ সালে পুরোনো আইন সংশোধনী বিল আনে সরকার। এই বেদখল হওয়া সম্পত্তি কি? ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধ বা ১৯৬১ সালে ভারত-চীন যুদ্ধের সময় অনেকে এই দেশ থেকে পাকিস্তান বা চীনে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছিলেন। কিন্তু এদেশে ফেলে গিয়েছেন তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি। সেইসব সম্পত্তিকেই এনিমি প্রপার্টি হিসেবে চিহ্নিত করা হয়। ভারতবর্ষের২০ টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রয় ১২,৬১১ টি এরকম সম্পত্তি রয়েছেন। এর মধ্যে দোকান, বাড়ি, রেস্তোরাঁও রয়েছে।

পশ্চিমবঙ্গে মোট ৪,০৮৮টি এরকম সম্পত্তি রয়েছে এর মধ্যে কলকাতাতেই রয়েছে বহু। তবে পাকিস্তান থেকে যারা ভারতে এসেছিলেন তাদের সম্পত্তির কী করল পাকিস্তান সরকার? Enemy property Act-এর কাস্টডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া অনুসারে এই শত্রুর সম্পত্তিগুলিকে এবার বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যাঁরা এখন এরকম কোনও বাড়ি, দোকান দখল করে রয়েছেন আগে তাঁদের কাছেই সেই সম্পত্তি বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়। যার মূল্য ১ কোটি টাকা উঠবে। ১ কোটি টাকা বা ১০০ কোটি টাকার কম মূল্য ভারতের শত্রু সম্পত্তির রক্ষক কর্তৃক ই-নিলামের মাধ্যমে বা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।

তথ্য বলছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি তাসখন্ড এগ্রিমেন্ট অনুসারে ঠিক হয়েছিল ভারত পাকিস্তানের যেসব সম্পত্তি রয়েছে তাতে একে অপর দেশের অধিকার থাকবে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রির মৃত্যু এবং তারপর ভারত-পাক সম্পর্কের অবনতি। আর কার্যকর হয় তাসখন্ড এগ্রিমেন্ট পাকিস্তান সরকার অনেক আগেই সেসব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। তবে এবার স্টেপ নিল মোদী সরকার। আগেই অনুমান করা গিয়েছিল বেদখল সম্পত্তি বিক্রি করে সরকার প্রায় ১ লাখ কোটি টাকা আয় করতে পারে বাস্তবেও সেটাই হল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version