India China Conflict: ফের ভারত-চীন সংঘর্ষ! ফিরল গালওয়ানের স্মৃতি, আহত বহু সেনা

।। প্রথম কলকাতা ।।

India China Conflict: উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই বছর পর উভয়পক্ষ আবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। এবার সংঘর্ষ বাঁধে অরুণাচল প্রদেশে। যদিও উভয় পক্ষের হতাহতের কোন খবর পাওয়া যায়নি, তবে আহত হয়েছেন অনেকেই। এমনটাই জানিয়েছে দ্যা ট্রিবিউন। এই এলাকায় অতীতেও সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

গালওয়ানের স্মৃতি উসকে দিয়ে ২ বছর পর অরুণাচল প্রদেশে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় দেশের সেনাদের আহত হওয়ার খবর রয়েছে। সংঘর্ষে বহু চীনা সেনা আহত হয়েছে। তাওয়াংয়ের কাছে এই সংঘর্ষ হয়। এই ঘটনায় ভারতীয় সেনারা চীনকে যোগ্য জবাব দিয়েছে। দেশবাসী এখন ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করছে। যদিও এই সীমান্তে এমন ঘটনা একেবারেই নতুন নয়। ২০২১ সালের অক্টোবরে, অরুণাচল প্রদেশের ইয়াংসে ভারত এবং চীন সেনাদের মধ্যে বিবাদ হয়েছিল।

তাওয়াং সেক্টরে এলএসি বরাবর পিএলএ সৈন্যদের সাথে সংঘর্ষ হয়েছিল। সৈন্যরা সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। এই মুখোমুখি লড়াইয়ে উভয় পক্ষের কয়েকজন সৈন্য সামান্য আহত হয়েছেন। এবিপি নিউজ-এর সূত্র অনুযায়ী, এই সংঘর্ষে ভারতের ৩০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। অপরদিকে বহু চীনা সেনাও আহত হয়েছেন। যদিও ভারতের কোনো সেনার জখম সেভাবে মারাত্মক নয়। এই সংঘর্ষের পর শান্তি ফিরিয়ে আনতে চীনের কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠক করেছেন ভারতের কমান্ডাররা। এই ঘটনা গালওয়ান কাণ্ডের পর প্রথম বড় সংঘর্ষ।

অরুণাচল প্রদেশে তাওয়াং সেক্টরের এলএসি বরাবর কিছু এলাকায় দুই দেশের সৈন্যরা সীমারেখা অনুযায়ী টহল দেয়। ওই এলাকায় টহল দেওয়ার সময় ভারতীয় ও চীনা সেনারা বহুবার মুখোমুখি হয়েছে। ২০২১ সালের অক্টোবরে, একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন কিছু চীনা সৈন্যকে ভারতীয় সৈন্যরা ইয়াংসে কয়েক ঘন্টার জন্য আটক করেছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version