Parenting Tips: শীতে স্নানের সময় সামান্য ভুলেই ঠান্ডা লাগছে শিশুর! কীভাবে সাবধানে রাখবেন?

।। প্রথম কলকাতা ।।

Parenting Tips: ছোট্ট শিশুর যত্ন নেওয়া মুখে কথা নয়। তার উপর যদি হয় শীতকাল( Winter)। আবহাওয়ার বারংবার পট পরিবর্তনে বয়স্ক মানুষদেরও ঠান্ডা লাগছে। সেক্ষেত্রে শিশুদের একটু সাবধানে রাখা উচিত। শীতকাল মানেই শিশুর প্রতি দায়িত্ব আরো বেড়ে যায়। শীতের মোরসুমে তাদের বিশেষ যত্নের( Special Care) প্রয়োজন। সাধারণত শিশুদের শরীরে( Children Body) রোগ প্রতিরোধের ক্ষমতা( Immunity Power) খুব কম থাকে। তাই একটু বেনিয়ম হলেই ঠান্ডা লেগে যেতে পারে। এই শীতে শিশুদের ঠিক কোন সময় স্নান করাচ্ছেন, কোন জলে স্নান করাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে শিশুর স্নানের সময় কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন, একটু জেনে নিন।

(১)শিশুকে যখন স্নান করাবেন হাতের কাছে অবশ্যই একটি তোয়ালে রাখবেন। কারণ স্নানের পর আবার তোয়ালে আনতে গেলে শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। স্নানের সঙ্গে সঙ্গে শিশুর গা ভালোভাবে শুকনো তোয়ালে দিয়ে মুছে দেবেন। এমন তোয়ালে ব্যবহার করবেন যা খুব তাড়াতাড়ি জল শুষে নিতে পারে।

(২)স্নানের পর শিশুকে শুকনো তোয়ালে মুড়ে দ্রুত ঘরের মধ্যে নিয়ে আসবেন। এমন জায়গায় রাখবেন যেখানে বাইরের ঠান্ডা হাওয়া প্রবেশ করে না। কারণ স্নানের পর শিশুর গায়ে হাওয়া লাগলে ঠান্ডা লাগতে পারে। স্নানের পর শিশুকে তাড়াতাড়ি গরম পোশাক পরাতে হবে।

(৩)ছোট শিশুকে প্রতিদিন স্নান করানোর প্রয়োজন নেই। আপনি একদিন কিংবা দুইদিন অন্তর স্নান করাতে পারেন। যেদিন স্নান করাবেন না সেদিন গরম জল দিয়ে গা স্পঞ্জিং করলে ক্ষতি নেই। এক্ষেত্রে বেবি ওয়াইপ বা পরিষ্কার তুলো ব্যবহার করতে পারেন।

(৪) শিশুর স্নানের সময় খেয়াল রাখবেন জল যেন খুব গরম না হয়। অনেক মায়েরাই আছেন যারা শিশুর ঠান্ডা লাগার ভয়ে অতিরিক্ত গরম জলে স্নান করান। আসলে শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল এবং নরম হয়ে থাকে। অতিরিক্ত গরম জল তাদের ত্বক সহ্য করতে পারে না। গরম জলে স্নানের পর হঠাৎ তাপমাত্রা কমে গেলে ঠান্ডা লাগতে পারে। তাই শিশুর স্নানের জল হবে খুব গরম নয়, আবার খুব ঠান্ডা নয়।

(৫)স্নানের আগে শিশুর গা ভালোভাবে মাসাজ করে দেবেন। আরো ভালো হয় যদি অলিভ অয়েল ব্যবহার করেন। শীতের রোদে তেল মালিশ করা খুবই ভালো। এর ফলে শরীরের উষ্ণতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে রাসায়নিক পণ্য ব্যবহার থেকে বিরত থাকবেন।

শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল। তাই শিশুদের ক্ষেত্রে ঠিক কোন নিয়ম মেনে চলবেন বা কেমন তেল, জল ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নেবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version