Covid Update: গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৫, সংক্রমনের হার নিম্নমুখী রাজ্যে

।। প্রথম কলকাতা ।।

Covid Update: ২০২৩-এ বিশ্ববাসী পদার্পণ করার আগেই ২০২২ এর শেষে পুনরায় চীনে মাথাচাড়া দিয়ে ওঠে করোনার নয়া ভ্যারিয়েন্ট (Corona New Variant)। তার দাপটে চীনে মৃতের সংখ্যা বাড়তে থাকে বলে জানা যায়। এই বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন চীনের অতি সংক্রামক করোনা ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF. 7) আক্রান্ত এক ব্যক্তির হদিশ পাওয়া যায় পশ্চিমবঙ্গে। তবে বর্তমানে রাজ্যের কোভিড গ্রাফ (Covid Graph) অনেকটাই নিম্নমুখী। সংক্রমণ তলানিতে বলাই যায়।

ওয়েস্ট বেঙ্গল কোভিড-১৯ হেলথ বুলেটিন অনুযায়ী, ২০২৩ এর ১১ তারিখ অর্থাৎ গতকাল নতুনভাবে রাজ্যে (West Bengal) করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র পাঁচজন। সেই দিনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন রোগী। সরকারি পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় করোনায় কোন ব্যক্তির মৃত্যু হয়নি। গত কালকের পজিটিভিটি রেট ছিল মাত্র ০.১৯% । হোম আইসোলেশনে রয়েছেন ৪৭ জন রোগী। শুধুমাত্র গতকাল কোভিড টিকাকরণ হয়েছে ৪৭৮ জনের। এই রাজ্যের কোভিড রিকোভারি রেট বর্তমানে ৯৮.৯৮%।

গত বছরের একেবারে শেষ লগ্নে যেভাবে চীনে (China) লাফিয়ে বাড়তে শুরু করেছিল করোনা সংক্রমণের সংখ্যা, সেই তুলনায় রাজ্যের আক্রান্তের সংখ্যা অনেক কম। কিন্তু তারপরেও রাজ্য আগাম সর্তকতা অবলম্বন করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে নির্দেশ অনুযায়ী, প্রতিটি রাজ্যে করোনা নিয়ে বৈঠক হয়। জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা শাসক এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। রাজ্য সরকার প্রায় সপ্তাহ দুয়েক আগে ৫ দফা গাইডলাইনও চালু করেছিল।

গাইডলাইনে নির্দেশ দেওয়া হয় প্রত্যেকটি হাসপাতালের পরিকাঠামো উন্নত করতে হবে। বিশেষ করে যে হাসপাতাল গুলিতে কোভিড ইউনিট তৈরি করা হয়েছে সেগুলিতে পর্যাপ্ত পরিমাণে বেডের বন্দোবস্ত করতে হবে। যারা শ্বাসকষ্টে ভুগবেন সেই সমস্ত করোনা রোগীদেরকে ভর্তি নেওয়া হবে। বাকিদের জন্য প্রাথমিকভাবে থাকবে হোম আইসোলেশন। প্রতিটি নমুনা জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে। পর্যাপ্ত পরিমাণে Rapid অ্যান্টিজেন কিট মজুত রাখতে হবে। আরটিপিসিআর টেস্টের বন্দোবস্ত করতে হবে। এছাড়াও টিকাকরণে জোর দিয়েছিল রাজ্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version