Duare Sarkar : দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপক সারা, জমা পড়ল প্রায় ১কোটি আবেদন

।। প্রথম কলকাতা ।।

Duare Sarkar: রাজ্যজুড়ে পঞ্চম দফায় দুয়ারে সরকার শিবির শেষ হয় বছরের শেষ দিনে। নভেম্বর মাস থেকে শুরু হয়ে এক মাসের শিবির হওয়ার কথা থাকলেও মানুষের চাহিদায় তা বাড়াতে হয় গোটা ডিসেম্বর (December) মাস পর্যন্ত।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই পঞ্চম দফায় গোটা রাজ্যে ৮২ হাজার ৩৪৫টি ক্যাম্প চালানো হয়েছিল। তার মধ্যে ৩৪.৫ শতাংশ ২৮,৩৮১ টি মোবাইল ক্যাম্প ছিল। এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে ১৪ লাখ ৯৫ হাজার রাজ‍্যবাসী নিজেদের সমস্যা নিয়ে এসেছেন। সব মিলিয়ে ৯৭ লাখ রাজ্যবাসীর সমস্যা নথিভুক্ত হয়েছে এই ক্যাম্পগুলির মাধ্যমে।

আবার অন্যদিকে ‘আনন্দ বাজার’এ প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে দুয়ারে সরকার শিবির গুলিতে প্রায় এক কোটির বেশি আবেদন জমা পড়েছে। সব থেকে বেশি আবেদন জমা পরেছে সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য। প্রায় ৩৫ লক্ষ আবেদন জমা পড়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পে।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে দুয়ারী সরকার কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন এলাকার আয়োজিত এই কর্মসূচির শিবির গুলিতে সরকারি পরিষেবা এবং প্রকল্পের সুযোগ সুবিধার জন্য সাধারণ মানুষ আবেদন করেছিলেন। দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে ফিরতে সাহায্য করেছিল এই কর্মসূচি। এবার ছিল দুয়ারের সরকার শিবিরের পঞ্চম সংস্করণ। এবারে দুয়ারে সরকারে যে নতুন সুবিধা গুলি যুক্ত হয়ে করা হয়েছিল তার মধ্যে ছিল জমির পাট্টা সংক্রান্ত আবেদন। সেখানে এক লাখ কুড়ি হাজার আবেদন জমা পড়ে এই দুই মাসের মধ্যে। পাশাপাশি বিদ্যুতের মাশুলে ছাড় সংক্রান্ত আবেদন এসেছে দু লাখ পঁচিশ হাজার। বিদ্যুতের নতুন সংযোগের জন্য আবেদন এসেছে ১ লাখ ২৭ হাজারেরও বেশি।

বছরের শেষে দুয়ারে সরকার (Duare sarkar) শিবিরেও ব্যাপক সাড়া পাওয়া গেল। প্রায় এক কোটি আবেদন জমা পড়ল বিভিন্ন প্রকল্পে। ১ নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে দুয়ারে সরকার শিবির ঘোষণা হলেও পরবর্তীকালে বিশাল সংখ্যক মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে আরো একমাস সময় বাড়ানো হয়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। সম্ভবত পঞ্চায়েত ভোটের আগে এটাই ছিল শেষ দুয়ারে সরকার শিবির। তাতে যে ব্যাপক সাড়া মিলেছে তাতেই খুশি শাসক শিবির।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version