Aero India 2023: নীল আকাশের মাঝে ভারতের লড়াকু বিমান তৈরি করল হৃদয়! ভাইরাল ভিডিও

।। প্রথম কলকাতা ।।

Aero India 2023: বেঙ্গালুরুতে ২০২৩ এর ১৩ই ফেব্রুয়ারি থেকে শুরু হল অ্যারো ইন্ডিয়া ২০২৩ (Aero India 2023) প্রদর্শনী। ভারতীয় বায়ু সেনার বিমান আকাশে তৈরি করেছে এক হৃদয়। যা কোটি কোটি দেশবাসীর হৃদয় জয় করে নিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে নীল আকাশে একটি হৃদয়ের আকৃতি তৈরি করা হয়েছে। তারপর একটি তীর সেই হৃদয় ভেদ করে চলে যাচ্ছে।

ভিডিওটিতে প্রথমে দেখা যায় একটি বিমান একদিক থেকে হার্ট শেপ তৈরি করছে, অন্য আর একটি বিমান অন্য দিক থেকে সেই আকৃতিটি সম্পূর্ণ করছে। তারপর তৃতীয় বিমানটি হার্ট শেপের আকার ভেদ করছে। এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেছেন, অ্যারো ইন্ডিয়া শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি ভারতের আস্থা এবং সক্ষমতার প্রতিফলন।

১৩ই ফেব্রুয়ারি সোমবার থেকে ভারতে শুরু হল ১৪তম অ্যারো ইন্ডিয়ার শো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটি থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। প্রায় ৩৫ হাজার বর্গমিটার এলাকায় এয়ার ফোর্স স্টেশনে এই ইভেন্ট সবচেয়ে বড় হতে চলেছে, যেখানে অংশগ্রহণ করবে প্রায় ৯৮টি দেশ। উপস্থিত থাকবেন ৩২ টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২৯ টি দেশের বিমান প্রধান এবং ৭৩ জন বৈশ্বিক ও ভারতীয় ওইএম এর সিও। ১৩ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী এই ইভেন্ট দেশীয় যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন এবং বিদেশি কোম্পানি সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার উপরেও বিশেষ জোর দেবে।

নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য “Make in India, Make for the World” দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে দেশীয় সরঞ্জাম বা প্রদেশ প্রযুক্তি প্রদর্শনী হতে চলেছে। পাশাপাশি বিদেশি সংস্থাগুলির সাথে অংশীদারিত্ব গড়ে তোলার উপর ফোকাস করা হবে। আশা করা হচ্ছে, অ্যারো ইন্ডিয়া ২০২৩ এর এই প্রদর্শনীর পর ভারতীয় বায়ু সেনা আমূল বদলে যাবে। যেখানে যুক্ত হবে দুর্ধর্ষ সব অস্ত্র এবং প্রযুক্তি। শত্রু দেশকে ভেবেচিন্তে এবার পা ফেলতে হবে। অ্যারো ইন্ডিয়ার এই সংস্করণটি দেশকে সামরিক বিমান, হেলিকপ্টার, সামরিক সরঞ্জাম এবং নতুন যুগের এভিওনিক্স তৈরির একটি উদীয়মান কেন্দ্র হিসেবে প্রদর্শন করছে। দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত বিশ্বব্যাপী সামরিক সরঞ্জামের অন্যতম রপ্তানিকারক হওয়ার দিকে এগিয়ে চলেছে। ভারতের আকাশে দেশীয় বিমানের হৃদয় আঁকা এই ভিডিওটি যদি এখনো না দেখে থাকেন তাহলে প্রতিবেদনের সঙ্গে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version