।। প্রথম কলকাতা ।।
How To Reduce Pimple Mark: ব্রণ কমে গেলেও মুখভর্তি দাগছোপ রয়ে গিয়েছে? এমনকী ব্রণ-র জায়গাগুলো গর্ত হয়ে গিয়েছে? ব্রণ হয়ে আপনার স্কিনের দফারফা করে দিয়েছে তো? দাগ সহজে যেতে চায় না! কতকী তো ব্যবহার করলেন! মুসুর ডাল ব্যবহার করেছেন? এই তিন উপায়ে ফিরে পেতে পারেন আগের সেই নরম ত্বক যা কিছু মেখে নিলেই হল না এই টিপস মেনে চলুন ৭ দিনে ফল পাবেনই। মুখের কালো দাগের সমস্যায় ভুগছেন? সাধারণত ব্রণ বা ফুসকুড়ি সেরে যাওয়ার পর মুখের ত্বকে এই ধরনের কালো দাগ রেখে যায়। বাড়িতে মুসুর ডাল তো সকলেরই রয়েছে। আরও কয়েকটা ঘরের টুকিনাকি জিনিস দিয়েই ব্রইর দাগ এইভাবে দূর করার।
মুসুর ডাল জলে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করুন এই পেস্টের সঙ্গে দিন দুধ। এতেই মুখের সব দাগ চলে যায় এছাড়াও এই মিশ্রণ যদি মুখে ব্রণর উপর লাগানো যায় তাহলে তা খুবই উপকার দিতে পারে রোজ এই প্যাক লাগানোর অভ্যাস থাকলে আপনার মুখ থাকবে সবসময় পরিষ্কার। আপনার গালে ব্রণর কালো বা লাল দাগ কমাতে লেবুর রস কতটা কাজের জানেন? মুখের দাগ ছোপ সরিয়ে দিতে মুখে লাগান লেবুর রসমুখে রস লাগিয়ে তা ৫ থেকে ১০ মিনিট রেখে দিন এতেই মিটে যাবে মুখে দাগের সমস্যা। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা, কিন্তু যাঁদের গাল ভর্তি গর্ত! তাঁরা কী করবেন?
চিকিৎসকরা বলছেন অনেকেই বুঝতে পারেন না কোনটা ব্রণ-পরবর্তী দাগ আর কোনটা ব্রণর চিহ্ন। হাইপারপিগমেন্টেশন নামে পরিচিত। ব্রণর থেকেও এই দাগগুলি নিয়ে যেন বেশি চিন্তিত থাকেন অনেকে। অনেকের ব্রণ কমে যাওয়ার পর গোটা গালে কেমন গর্ত হয়ে যায়। যতই কনসিলার দিয়ে সেই দাগ ঢাকার চেষ্টা করুন। কিছুতেই আগের মতো ত্বক ফিরে আসছে না? জানেন? ব্রণর জায়গায় নতুন করে কোলাজেন তৈরি না হলে সেই গর্ত থেকেই যায়। ত্বকে যে কোনও ক্ষত হলেই তা সারিয়ে তুলতে কোলাজেন আর টিস্যুর উৎপাদন দরকার ব্রণ সেরে ওঠার পদ্ধতিও একই ত্বকের যত্নে সকলেরই ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। জানেন নিয়মিত ভিটামিন সি ব্যবহার করলে ব্রণর দাগ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। অ্যাসকরবিক অ্যাসিড নামেও পরিচিত এই উপাদানটি ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়। যার ফলে আপনার ত্বকের গর্ত মিলিয়ে যেতে থাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই তথ্য দাবি করছেন বিশেষজ্ঞরা।
ব্রণ কমে গিয়েছে মানেই, ত্বকের পরিচর্যায় ইতি টানলে চলবে না। ব্রণ কমে যাওয়ার পর ত্বকের যত্ন নিয়ে যেতে হবে নিয়ম করে। বিশেষ করে স্ক্রাবিং করা বন্ধ করলে চলবে না। স্ক্রাব করার ফলে ত্বকের মৃত কোষ দূর হয়। রোমকূপে জমে থাকা ময়লা বাইরে বেরিয়ে যায়। দাগছোপ কম থাকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম