Flower business: অল্প পুঁজিতে কেল্লাফতে, বিবাহে ফুলের ব্যবসা কীভাবে করবেন?

।।প্রথম কলকাতা।।

Flower business: ফুলকে ভালোবাসেন না কে বলুন তো। ফুল বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হয়। কারণ ফুল মানুষের মন ভালো রাখতে সাহায্য করে। কম পুঁজির ব্যবসার মধ্যে ফুলের ব্যবসা অনেকেই করতে পারেন। সাধারণত বিয়ে বাড়িতে ফুলের প্রয়োজন হয়। তাছাড়া মেলা উৎসব বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাইকারি খুচরো দুটি ফুলের ব্যবসা সম্ভব। পাইকারি ব্যবসা ক্ষেত্রটা বড় হয়। ফুলের দোকানে সাধারণত দুই ধরনের কর্মী প্রয়োজন হয়। ফুলের তোড়া, পুষ্পস্তবক, ফুলঝুরিসহ বিভিন্ন জিনিসের কাজ করে থাকেন তারা। আবার অন্যদিকে তৈরির সাথে দরকার হয় সেলসম্যানের। বর্তমানে চলছে বিয়ের মরসুম। এই সময়ে ফুলের ব্যবসা রমরমিয়ে চলে।

আপনি চাইলে দিন হিসেবে ফুলের ব্যবসা করতে পারেন এটি বেশ সফল ব্যবসা। এর জন্য আপনাকে দিনের উপর খেয়াল রাখতে হবে। যেমন ধরুন কোন বারে কোন দিনে কোন ফুলের চাহিদা সবচেয়ে বেশি সেটা মাথায় রাখতে হবে।বিয়ে বাড়িতে ফুলের অর্ডার নিতে পারেন তা নিয়ে আপনার বড় একটা ফুলের ব্যবসা শুরু হয়ে যাবে। কারণ বিয়ে বাড়িতে ভালোভাবে সাজানোর জন্য প্রচুর ফুলের প্রয়োজন হয়। আপনি যদি সেই ফুলের যোগান দিতে থাকেন তাহলে ভালোমতো টাকা উপার্জন করতে পারবেন এক একটি বিয়ে বাড়ি থেকে। আর যদি ফুল দেওয়ার থেকে সেই ফুলগুলিকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আপনি পালন করে থাকেন তাহলে তো আরো বেশি উপার্জন করতে পারবেন।

যদি আপনি খুব বড় আকারে ব্যবসাটি করতে চান খুবই কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। কোনো ডেকোরেশন সেন্টার থেকে অথবা ডেকোরেশন সম্পর্কে ধারণা রয়েছে তার কাছ থেকে ফুল দিয়ে ডেকোরেশনের ট্রেনিং নিয়ে রাখতে পারেন। ফুলের ব্যবসাটি করার সময় সর্বদা তাজা ফুল ব্যবহার করুন আর মার্কেট থেকে ততটাই ফুল নিয়ে রাখুন যতটা আপনি বিক্রি করতে পারবেন। কারণ বাসি ফুল বিক্রি হবে না।

আসলে প্রতিটি বিয়ে বাড়িতে প্রচুর ফুলের প্রয়োজন হয়। অনুষ্ঠানটিকে চমকালো স্মরণীয় করে রাখতে লোকেরা ফুলের পেছনে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। যেমন গাড়ি সাজানো গেট সাজানো হলঘর সাজানো ফুলশয্যা প্রকৃতির জন্য অনেক ফুলের প্রয়োজন হয়। আপনার যদি ফুলের ডেকোরেশন সম্পর্কে ভালো জ্ঞান থাকে তবে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে বেশি টাকা বিনিয়োগ করতে হয় না আপনি অল্প পুঁজিতেই এই ব্যবসা শুরু করতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version