Business Idea: উপার্জনের অঢেল সুযোগ Valentines day-তে! চেষ্টা করে দেখুন আপনিও

।। প্রথম কলকাতা ।।

Business Idea: ব্যবসা করার ইচ্ছে থাকলে উপায় কোন না কোনভাবে ঠিক বেরিয়েই আসে। আপনিও যদি নিজের নিত্যকর্মের পাশাপাশি কোন ছোটখাট ব্যবসার মাধ্যমে অথবা নিজের পছন্দের কোন কাজের মাধ্যমে অল্প কিছু উপার্জন করতে চান তাহলে ফেব্রুয়ারি মাস তার জন্য একেবারে উপযুক্ত। এখন চলছে ভ্যালেন্টাইনস উইক (Valentine’s Week)। আগামী ১৪ তারিখ পর্যন্ত এই সপ্তাহ চলবে। আর Valentines Day উপলক্ষ্যে সকলেই কম বেশি নিজের প্রিয় মানুষদের পছন্দের জিনিস উপহার দেওয়ার কথা পরিকল্পনা করবেন। সে ক্ষেত্রে এমন কিছু স্টার্টআপ (Start up) কিংবা ছো টখাটো ব্যবসা (Small Business) রয়েছে যেগুলি লাভের মুখ দেখতে পারে। চলুন জানা যাক সেই ধরনের ব্যবসা গুলি কী কী হতে পারে ?

* হ্যান্ড মেড কার্ড: দোকান বাজারে তো অবশ্যই বিভিন্ন ধরনের কার্ড কিনতে পাওয়া যায়, কিন্তু হাতে তৈরি করা জিনিসের সৌন্দর্য ও আবেগ আলাদাই হয় এই কারণে নিজের পছন্দের মানুষকে একটা হ্যান্ড মেড কার্ড (Hand Made Card) দেওয়ার ইচ্ছে অনেকেরই থাকে। যদি ক্লায়েন্টের পছন্দমত ভ্যালেন্টাইন্স কার্ড যদি বানিয়ে দেওয়া যায় তাহলে তার মাধ্যমে ভালো উপার্জন করা সম্ভব। গ্রাফিক্স ডিজাইন যদি জানা থাকে তাহলে সেই দক্ষতাকেও কাজে লাগান।

* ক্লাউড কিচেন: এই দিনের জন্য স্পেশাল একটা ক্লাউড কিচেন (Cloud Kitchen) খুলতেই পারেন। কারণ ভ্যালেন্টাইন্স ডে তে স্বাভাবিকভাবেই বিভিন্ন রেস্তোরাঁ এবং ক্যাফে গুলিতে দারুণ অর্ডারের চাপ থাকবে। অনেকে ভিড় জায়গায় নিজেদের স্পেশাল দিনটি উদযাপন করতে চান না। বাড়িতেই একান্তে পালন করতে চান সে। ক্ষেত্রে বাইরে থেকে অর্ডার করার চিন্তাভাবনায় থাকে। তাই ক্লাউড কিচেন দারুন লাভজনক হয়ে উঠতে পারে।

* পোর্ট্রেট: পোর্ট্রেট পেইন্টিং (Portrait Painting) সকলের পক্ষে করা সম্ভব নয়। আর এটা যদি হয় নিখুঁত, তাহলে গুণের কদর করার মানুষের অভাবই মিলবে না। প্রেমিক কিংবা প্রেমিকাকে তাঁর ছবি কাগজে ফুটিয়ে তুলে উপহার দিতে চান অনেকেই। সেক্ষেত্রে নিজে না পারলে শিল্পীর সাহায্য নিতেই হয়। তাই যারা আঁকতে ভালোবাসেন তাঁরা এইভাবে ভ্যালেন্টাইন্স ডে তে টাকা উপার্জন করতে পারবেন।

* ফটোগ্রাফার: এখন যেকোনো ইভেন্টেই ফটোগ্রাফারের (Photographer) চাহিদা থাকে শীর্ষে। প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করার ইচ্ছে। আর প্রেমিক জুটিদের এই ইচ্ছে লক্ষ্মী লাভ করাতে পারে ফটোগ্রাফারের। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে তে কাপলদের বিশেষ মুহূর্তের ছবি তুলতে পারলে আয় হওয়া অসম্ভব নয়।

* থিমড গুডি: এখনকার দিনে একটু অন্যরকম ডিজাইন একটু অন্যরকম টেস্ট পছন্দ করেন বেশিরভাগ মানুষ। চিরাচরিত পথে হাঁটতে তাঁরা পছন্দ করেন না। ভালেন্টাইন্স ডে’র দিনে ভালোবাসার মানুষকে চকলেট কিংবা ছোটখাটো উপহার, পেস্ট্রি দেওয়ার প্রচলন রয়েছে। সে ক্ষেত্রে কেউ যদি বাড়িতে চকলেট, পেস্ট্রি, কুকিজ তৈরি করতে পারেন তাহলে ভালো বিকোবে। চাইলে Valentine থিমড গুডি (Themed Goody) তৈরি করে স্থানীয় ক্যাফে বা দোকানগুলিতে বিক্রি করতে পারেন। আর ওই গুডি গুলির মধ্যে থাকবে বিভিন্ন ধরনের কেক, চকলেট, পেস্ট্রি, কুকিজ প্রভৃতি। অনলাইন মাধ্যমেও নিজে হাতে হাতে ক্রেতাদের বিক্রি করা যেতে পারে। সে ক্ষেত্রে নিজের প্রচারের জন্য মাধ্যম হিসেবে বেছে নিতে হবে সোশ্যাল মিডিয়াকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version