High Cholesterol and Hypertension: উচ্চ রক্তচাপ আর খারাপ কোলেস্টেরল একত্রে বাড়ায় স্ট্রোকের ঝুঁকি, প্রকাশ্যে চাঞ্চল্যকর গবেষণা

।। প্রথম কলকাতা ।।

High Cholesterol and Hypertension: যদি আপনার শরীরে উচ্চমাত্রার খারাপ কোলেস্টেরল (High Bad Cholesterol) আর উচ্চ রক্তচাপ (Hypertension) থাকে তাহলে বিষয়টি চিন্তার। এটি একেবারে হালকা ভাবে নেবেন না। দরকার পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সম্প্রতি প্রকাশিত গবেষণা পত্র অনুযায়ী যে ব্যক্তিদের উচ্চ রক্তচাপ এবং উচ্চমাত্রায় খারাপ কোলেস্টেরল থাকে তাদের হার্ট অ্যাটাক(Heart attack)থেকে শুরু করে নানান জটিল রোগের ঝুঁকি বেশি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের হাইপারটেনশন জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি)এর ক্ষেত্রে হাইপারটেনশন এবং লাইপোপ্রোটিন বা খারাপ কোলেস্টেরল একত্রে কাজ করে।

যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের উচ্চ রক্তচাপ নেই তাদের তুলনায় লাইপোপ্রোটিন (এ) কোলেস্টেরল ১৮-৩০ শতাংশ বেশি এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি রয়েছে। গবেষণার প্রধান লেখক ঋষি রিখি পরামর্শ দিয়েছেন যে লাইপোপ্রোটিন(এ) উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। উচ্চ রক্তচাপ এবং লাইপোপ্রোটিন(এ) উভয়ই কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকির কারণ।

লাইপোপ্রোটিন প্রোটিন এবং চর্বি (লিপিড) দিয়ে তৈরি এই কণাগুলি রক্তপ্রবাহের মাধ্যমে সারা শরীরের কোষে কোলেস্টেরল বহন করে। লাইপোপ্রোটিন (এ) হল এক ধরনের LDL (লো-ঘনত্বের লাইপোপ্রোটিন) বা খারাপ কোলেস্টেরল, যা রক্তনালীগুলির দেয়ালে ফ্যাট জমতে সাহায্য করে। অবশেষে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। পূর্ববর্তী গবেষণাগুলি ইঙ্গিত করেছে যে উচ্চ রক্তচাপ এবং লিপিড ভারসাম্যহীনতা বা ডিসলিপিডেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বেশি।

এই গবেষণায় ৬,৬৭৪ জন প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের গড়ে প্রায় ১৪ বছর ধরে অনুসরণ করা হয়েছিল। তাদের লাইপোপ্রোটিন (এ) স্তর এবং রক্তচাপের মাত্রাগুলি ফলো-আপ পরীক্ষা জুড়ে মূল্যায়ন করা হয়েছে। তালিকাভুক্তির সময় অংশগ্রহণকারীদের কারও কার্ডিওভাসকুলার রোগ ছিল না।

মোট অংশগ্রহণকারীদের মধ্যে ৮০৯ জনের কার্ডিওভাসকুলার রোগের ঘটনা ঘটেছে। শুধুমাত্র ৮ শতাংশ অংশগ্রহণকারীদের লিপোপ্রোটিন(এ) মাত্রা ৫০ এমজি/ ডিএল এর চেয়ে বেশি বা সমান এবং কোনো উচ্চ রক্তচাপের কার্ডিওভাসকুলার রোগের ঘটনা ঘটেনি। তুলনামূলকভাবে ১৮ শতাংশেরও বেশি অংশগ্রহণকারীদের অনুরূপ লাইপোপ্রোটিন(এ) মাত্রা রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে উচ্চ রক্তচাপ নেই এমন অংশগ্রহণকারীদের তুলনায় উচ্চ রক্তচাপ ছিল এমন অংশগ্রহণকারীদের মধ্যে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version