এলএসি-র স্পেশাল লোকেশনে জারি হাই অ্যালার্ট! চীন যখন তখন হামলা করতে পারে, আকাশপথে নোটাম জারি

।। প্রথম কলকাতা ।।

এলএসি-র কাছে লাদাখে ইন্ডিয়ান আর্মি বড় কিছু ঘটাতে চলেছে। নোটাম জারি করে দেওয়া হল টানা ৫ দিনের জন্য। চীনের সীমান্তে মিশাইলের টেস্টের খবর! বেজিংয়ে রীতিমত তুলকালাম শুরু কেন জানেন? টানা ১৪০ ঘন্টা এলএসির কাছে মোতায়েন থাকবে ইন্ডিয়ান আর্মি। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে এমন যুদ্ধাভ্যাস রোজ রোজ করে না ভারতীয় সেনা। এর ঠিক আগে সেনা অধ্যক্ষ মনোজ পান্ডে লাদাখে গেলেন মাত্র কয়েকঘন্টায় ফিরেও এলেন বলে খবর আর সেখানেই আসল রহস্য।

জানা যাচ্ছে পূর্ব লাদাখের একটা বিশেষ এলাকায় ভারতীয় সেনা ৩১ জুলাই রাত থেকে ৫ অগাস্ট সন্ধে পর্যন্ত নোটাম জারি করেছে। এসময় ওই এলাকার ওপর দিয়ে কোনও বিমান ওড়ানো কার্যত নিষেধ। প্রশ্ন উঠছে এমন কোন মিশাইল টেস্ট করা হবে ওই এলাকায়? ভারত কী চীনের তরফ থেকে আগাম হামলার কোনও আভাস বা ইঙ্গিত পেয়েছে? ভারত কী কোনওভাবে বুঝতে পারছে বেজিং এলএসি বরাবরই কয়েক মাসের মধ্যে বড় কিছু ঘটাবে? ২০২০ থেকে এখনও পর্যন্ত তিব্বতে ৭-৮ টা এয়ারবেস অলরেডি বানিয়ে ফেলেছে চীন এমনটাই সূত্রের খবর। এমনকি প্যাংগং লেকের ওপর রীতিমত বানানো হয়েছে ব্রিজও।

সূত্রের খবর লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে মঙ্গলথাম ফায়ারিং রেঞ্জের আশেপাশের বিশেষ এলাকায় এয়ার ডিফেন্স মিশাইল ফায়ারের মহড়া চালানো হবে। এই এলাকা গালওয়ানের খুব কাছাকাছি বলেই খবর।
টানা ৫ দিন নোটাম জারি করার ফলে বিশেষজ্ঞদের দাবি এই মিশাইল আকাশে অনেক দূর পর্যন্ত টার্গেট করতে পারে এটা পরিস্কার।

এয়ার ডিফেন্স মিশাইল আসলে কী?

এটা এমন এক হাতিয়ার যা ভূমি থেকে আকাশে হামলা করে। শত্রুদেশের যে কোনো মিশাইল, ড্রোন ও যুদ্ধবিমানকে টার্গেট করে চীন থেকে আকাশপথে যে কোনও হামলা তা সে যুদ্ধবিমান হোক বা ড্রোন বা মিশাইল তা ভারতের সীমায় ঢোকার আগে ধ্বংস হয়ে যাবে রীতিমত।

প্রতিরক্ষাসূত্রে খবর সেনা অধ্যক্ষ মনোজ পান্ডে এমন কিছু এলাকা পরিদর্শন করেনৎযেখানে গরমকালের জন্য ইন্ডিয়ান আর্মি রীতিমত বিশেষ কিছু প্রস্তুতি শুরু করে দিয়েছে এখন থেকেই। বিশেষজ্ঞদের দাবি, লাদাখের মতো উঁচু এলাকায় বিশেষ এই অস্ত্রগুলোর টেস্ট করার প্রয়োজন রয়েছে। সেগুলো কতটা সঠিক কাজ করছে রেঞ্জের মাত্রা। সবটাই নোট ডাউন করা হয়ে থাকে কে বলতে পারে কখন ওপার থেকে জোর হামলা শুরু হয়ে যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version