Holi Hair Care Tips: হোলির রঙেও চুল থাকবে ঝলমলে, আগে থেকে নিন এক্সট্রা কেয়ার

।। প্রথম কলকাতা ।।

Holi Hair Care Tips: হোলির (Holi) সময় চুল (Hair) আর ত্বক (Skin) বাঁচিয়ে রং খেলা বেশ মুশকিল। এই সময় মানুষ আনন্দের জোয়ারে গা ভাসান, তখন চুল আর ত্বকের কথা মাথাতেই থাকে না। বিশেষ করে যাদের মাথায় বড় চুল তারা হোলির পর বেশ মুশকিলে পড়েন। শ্যাম্পু করা থেকে শুরু করে চুলের স্বাস্থ্য, অবস্থা রীতিমত দফারফা হয়ে যায়। হোলি মানে আনন্দে মাতামাতি করা। কিন্তু চুল থেকে রং তুলতে দেখা দেয় নানান সমস্যা। তাই রং খেলার আগেই জেনে রাখুন কয়েকটি সহজ টিপস যার মাধ্যমে আপনি মাথার চুল ভালো রাখতে পারবেন। বর্তমানে শুধুমাত্র রং নয়, আবিরেও নানান রকম কেমিক্যাল মেশানো হয়। এই ধরনের কেমিক্যাল চুলকে খুব রুক্ষ করে তোলে। এমন পরিস্থিতিতে হোলি খেলার আগে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত , যাতে হোলির রঙ আপনার চুলের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এক্ষেত্রে বেছে নিতে পারেন ভেষজ রং বা আবির।

• চুল বেঁধে রাখুন
আপনার যদি লম্বা চুল থাকে, তবে এটি খোলা রাখবেন না। খোলা চুলে রং বেশি শোষিত হয়। যার কারণে অনেক সময় মাথার ত্বকে রং উঠে যায়, সেই সঙ্গে চুলকানি, লালভাব, ফুসকুড়ি ইত্যাদি দেখা দেয়। তাই হোলি খেলার আগে চুলের খোঁপা বানিয়ে নিন। সম্ভব হলে ক্যাপ বা স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখুন। চুল ঢেকে রাখার আগে শাওয়ার ক্যাপ পরলে ভালো হয়, এটি করলে চুলে রং পৌঁছাবে না।

• চুলে তেল লাগান
হোলি খেলার এক ঘণ্টা আগে চুলে সরিষার বা নারকেল তেল লাগান। এটি চুলে আর্দ্রতা দেয় এবং এই তেল চুলের উপর একটি স্তর তৈরি করে। এ কারণে রং আপনার চুলে শোষিত হতে পারে না। স্বাভাবিক ভাবেই রং আপনার চুলের খুব একটা ক্ষতি করতে পারবে না ।

• বারবার শ্যাম্পু করবেন না
আপনার চুল বা মাথার ত্বকে রং লেগে গেলেও বারবার শ্যাম্পু ব্যবহার করবেন না। চুলে জমে থাকা একগুঁয়ে রং থেকে মুক্তি পেতে কিছুটা সময় লাগতে পারে। ঘন ঘন শ্যাম্পু করলে চুলের শুষ্কতা বাড়বে। এক্ষেত্রে শুধু ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলবেন। হালকা গরম জল ব্যবহার করবেন না।

• ভেষজ শ্যাম্পুর ব্যবহার
চুল থেকে রং তোলার আগে জল দিয়ে মাথা ধুয়ে নিন। আপনার চুল ভালভাবে ধোয়ার পর হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন। ভেষজ শ্যাম্পু হালকা এবং চুলের জন্য ভাল বলে মনে করা হয়। হাতের সাহায্যে ঘষে মাথার ত্বক পরিষ্কার করুন। চুল শুকানোর পর সঠিকভাবে চুল আঁচড়ান, এটি মাথায় জমে থাকা রং দূর করতে সাহায্য করবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version